Durga Puja 2023 : মণ্ডপ হয়ে উঠবে পটচিত্রের আঁতুড়ঘর, বেহালা পর্ণশ্রী সাউথ ব্লকের পুজোর এবার রজত জয়ন্তী
PARNASREE SOUTH BLOCK CLUB : মণ্ডপশিল্পীরা স্বল্প পরিসরের মধ্যেই তুলে আনবেন ওড়িশার ঐতিহ্যবাহী গ্রামকে।
কলকাতা : ২৫ তম বর্ষে পড়ল বেহালা পর্ণশ্রী সাউথ ব্লকের পুজো (PARNASREE SOUTH BLOCK CLUB) । এবার তাই উৎসব শুরু মহালয়া পার করেই। ১৬ তারিখ থেকেই মণ্ডপে পড়ে যাবে ঢাকে কাঠি। এবার তাঁদের মণ্ডপসজ্জায় উঠে আসবে ঐতিহ্যবাহী গ্রাম রঘুরাজপুর।
ওড়িশার সাংস্কৃতিক মানচিত্রে উজ্জ্বল রঘুরাজপুর (Raghurajpur in Odisha)। নীলাচল থেকে অনতিদূরে এই গ্রাম। শুধু ওড়িশায় নয়, সারা ভারতেই পটচিত্রের জন্য প্রসিদ্ধ এই গ্রাম। এবার সেই পটচিত্রের বৈচিত্রে সেজে উঠবে এই মণ্ডপ। থাকবে রংবেরঙের শিল্পকর্ম। মণ্ডপশিল্পীরা স্বল্প পরিসরের মধ্যেই তুলে আনবেন ওড়িশার ঐতিহ্যবাহী গ্রামকে। ভারতের বিখ্যাত শিল্পকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তুলে আনাই ক্লাবের উদ্দেশ্য , জানিয়েছেন উদ্যোক্তারা।
পুরী থেকে মাত্র ১0 কিলোমিটার দূরে এই গ্রাম। রঘুরাজপুর গ্রাম ইতিমধ্য়েই হেরিটেজ তকমা পেয়েছে । এই গ্রামটাই ছবির মতো সুন্দর। এখানে পটচিত্রর মাধ্যমে বিভিন্ন পৌরানিক কহিনী, ধর্মীয় গল্প এবং ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়। বলা হয় গল্প। বলা হয়, এখানে সবসময় প্রাকৃতিক ও ভেষজ রং ব্যবহার করা হয় । কাপড়ের ওপর খড়িমাটি লাগিয়ে তার উপর অলংকরণ করা হয়। এছাড়া শুকনো তালপাতার ওপর কালো কালি দিয়ে আঁকা হয়। এরজন্য ব্যবহৃত হয় লোহার পেন। শুকনো তালপাতা সরু সরু ফলি সুতো দিয়ে জুড়ে তার উপর ছবি আঁকা হয়। এই ঐতিহ্য ও পরম্পরাকেই সারা বাংলার কাছে তুলে ধরাই এবার উদ্যোক্তাদের পরিকল্পনা।
পুজো আসতে আর বেশি দেরি নেই। মাত্র কয়েকদি পরেই পড়বে ঢাকে কাঠি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্ণশ্রী সাউথ ব্লকের পুজোর এবার রজত জয়ন্তী। তাই এবার ভিড়ও হবে বেশি, মনে করছেন উদ্যোক্তারা। তাই এবার দর্শনার্থীদের বিশেষ কিছু করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছে ছিল অনেকদিনই। তাই বহুদিন আগে থেকেই ছিল পরিকল্পনা। এখন মানুষের মনে কতটা ছাপ ফেলে ক্লাবের প্রতিমা ও মণ্ডপসাজ, তার অপেক্ষাতেই উদ্যোক্তারা।
এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ আশ্বিন।
দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-
মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)