BCCI: বৃষ্টিতেও চলবে অনুশীলন, রয়েছে স্যুইমিং পুল, বোর্ডের নতুন অ্যাকাডেমিতে আর কী কী সুবিধে থাকছে?
BCCI New Cricket Academy: ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব করে থাকেন। সেখানেই ম্য়াচ প্র্যাক্টিসও করে থাকেন প্লেয়াররা।
বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন অ্যাকাডেমি তৈরি হতে চলেছে। বিসিসিআই সচিব জয় শাহ এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। নিজের সোশ্য়াল মিডিয়াতে ছবি পোস্ট করেছেন জয় শাহ। বিশ্বমানের প্রযুক্তি, সুবিধে থাকছে নতুন এই অ্যাকাডেমিতে। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব করে থাকেন। সেখানেই ম্য়াচ প্র্যাক্টিসও করে থাকেন প্লেয়াররা। তবে এবার থেকে ম্য়াচ খেলার সময় যদি বৃষ্টি হয়, তবুও অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। অনুশীলনও করতে পারবেন। এর জন্য একটি ইন্ডোর পিচের বন্দোবস্তও করা হয়েছে।
২০২২ সালে তৎকালীন বোর্ড সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনের অধীনে নতুন অ্যাকাডেমি তৈরির কাজ শুরু হয়েছিল। বেঙ্গালুরু বিমানবন্দরের সামনেই এই নতুন অ্যাকাডেমি তৈরি হচ্ছিল। ২ বছর পর প্রায় শেষের পথে অ্যাকাডেমির কাজ। সেখানে ৪৫টি আধুনিক মানের পিচ রয়েছে। এছাড়াও ইন্ডোর গ্রাউন্ড, অলিম্পিক্স সাইজের স্যুইমিং পুল থাকছে এই নতুন অ্যাকাডেমিতে।
View this post on Instagram
জয় শাহ নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে নতুন অ্যাকাডেমির ছবি পোস্ট করে লিখেছিলেন, ''আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাতে চাই যে বেঙ্গালুরুতে বোর্ডের যে নতুন অ্যাকাডেমির কাজ শুরু হয়েছিল, তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই তা উদ্বোধন করা হবে। তিনটি বিশ্বমানের মাঠ, ৪৫টি অনুশীলন পিচ রয়েছে। ইন্ডোর ক্রিকেট পিচ, অলিম্পিক্সের ধাঁচে সুইমিং পুল এছাড়া ক্রীড়া বিজ্ঞানের পরিষেবা থাকবে।''
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি চলছে ২০০০ সাল থেকে। তখন প্রাক্তন বোর্ড সভাপতি ছিলেন রাজ সিংহ দুঙ্গারপুর। এখন ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান রয়েছেন ভিভি এস লক্ষ্মণ। এনসিএ দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলার পথে বড় ভূমিকা নিয়েছিলেন।
এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ান ডে ম্য়াচ টাই হয়েছিল। কোনও দলই জয় ছিনিয়ে নিতে পারেনি। আজ দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে প্রেমাদাসা স্টেডিয়ামে ফের মুখোমুখি হতে চলেছে দুই দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই শ্রীলঙ্কা সফরেই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের।