Bengal Pro T20: বেঙ্গল প্রো টি-২০ লিগে ঋত্বিক-মুকেশদের দাপট দেখলেন আইপিএল দলের প্রতিভা সন্ধানীরা
Eden Gardens: বাংলার ক্রিকেটারদের মধ্যে থেকে প্রতিভা অণ্বেষণের কাজ শুরু করে দিলেন আইপিএলে বিভিন্ন দলের স্কাউটরা। ইডেনে খেলা দেখলেন মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের স্কাউটরা।
কলকাতা: ব্যাটে দাপট ঋত্বিক চট্টোপাধ্যায়, রণজ্যোৎ সিংহ খইরাদের। বল হাতে শাসন করছেন মুকেশ কুমার। আর ইডেন গার্ডেন্সের ভিআইপি বক্সে বসে তা দেখছেন বিভিন্ন আইপিএল (IPL) দলের প্রতিভা অণ্বেষণকারী বা স্কাউটরা।
বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগ চালু করার সময়ই সিএবি কর্তাদের পরিকল্পনা ছিল, বাংলার আরও বেশি করে ক্রিকেটারকে যেন আইপিএলে খেলার মঞ্চ দেওয়া যায়। সেই পরিকল্পনা সফল হবে কি না, সময় বলবে। তবে বাংলার ক্রিকেটারদের মধ্যে থেকে প্রতিভা অণ্বেষণের কাজ শুরু করে দিলেন আইপিএলে বিভিন্ন দলের স্কাউটরা। মঙ্গলবার কলকাতায় এসে বেঙ্গল প্রো টি-২০-র ম্য়াচ দেখলেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট সৌরভ তিওয়ারি ও প্রাক্তন পেসার রুদ্রপ্রতাপ সিংহ। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের স্কাউট বিক্রম হাস্তিরও হাজির হয়েছিলেন বাংলার ক্রিকেটারেরা বেঙ্গল প্রো টি-২০ লিগে কেমন খেলছেন দেখার জন্য।
বড় জয় মালদার
ইডেনে মঙ্গলবার বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচে বড় জয় সোবিস্কো স্ম্যাশার্স মালদার (Sobisco Smashers Malda)। মুর্শিদাবাদ কিংসকে ৯ উইকেটে হারাল মালদা। প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ কিংস তুলেছিল ১৪৮/৮। আদিত্য পুরোহিত ৪০ ও শুভম দে ৩৩ রান করেন। ৩৪ রানে ৩ উইকেট মুকেশ কুমারের। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ মালদার। ৫১ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। সাত বাউন্ডারি ও পাঁচ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ৪২ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন রণজ্যোৎ সিংহ খইরা। দ্বিতীয় উইকেটে ঋত্বিক-রণজ্যোতের অবিচ্ছেদ্য ১৩২ রানের পার্টনারশিপ দলের জয় নিশ্চিত করে দেয়। মাত্র ১৬.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মালদা।
ব্যর্থ শাহবাজের লড়াই, জয়ী মেদিনীপুর
৫১ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না শাহবাজ আমেদ। বেঙ্গল প্রো টি-২০ লিগে মঙ্গলবার রাতের ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে ৮ উইকেটে হারাল রশ্মি মেদিনীপুর উইজার্ডস।
শাহবাজ যখন ব্যাট করতে নামেন, ৫ ওভারে দলের স্কোর ১৯/৩। সেখান থেকে পাল্টা আক্রমণে রাঢ় টাইগার্সকে ১৪৮/৭ স্কোরে পৌঁছে গেন শাহবাজ।
জবাবে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ ঋদ্ধিমান সাহা। ০ করে ফেরেন।. তবে প্রিয়াংশু শ্রীবাস্তব (৫৬ বলে ৭৫ অপরাজিত) ও সুদীপ চট্টোপাধ্যায় (২৬ বলে ৫০ অপরাজিত) মাত্র ১৭ ওভারে লক্ষ্যপূরণ করে দেন।
আরও পড়ুন: আটকে গেলেন রোনাল্ডো, শেষ মুহূর্তের গোলে চেক কাঁটা পেরোল পর্তুগাল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।