Border-Gavaskar Trophy: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন বিদ্বেষমূলক মন্তব্যের শিকার ভারতীয় দলের সমর্থকরা!
India vs Australia: ভিডিওটি মেলবোর্ন টেস্টের হলেও, বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট চলাকালীনই সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) মানেই ২২ গজে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াই অনেক সময় খেলোয়াড়দের তর্কাতর্কিতে গড়ায়, সমর্থকদের মধ্যেও তাঁর আঁচ পাওয়া যায়। তাই বলে বিদ্বেষমূলক মন্তব্য! এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে মেলবোর্নের বক্সিং ডে টেস্ট ঘিরে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক দল অস্ট্রেলিয়ান সমর্থককে ভারতীয় সমর্থকদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায় ভারতীয় সমর্থকদের উদ্দেশে রব উঠছে, 'আপনাদের ভিসা কোথায়?' ভিডিওটি মেলবোর্ন টেস্টের হলেও, বর্তমানে সিডনি টেস্ট চলাকালীনই সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Where’s your visas? This is pure racism happening inside the stadium. Unacceptable behavior! #SayNoToRacism #CricketForAll #INDvsAUS #AUSvINDIA
— fan 🏏 (@fan_cricket_) January 3, 2025
pic.twitter.com/aMLasrVaeS
প্রসঙ্গত, সিডনতে সিরিজ় নির্ণায়ক টেস্টের দুইদিন খেলার পর ম্যাচ কিন্তু একেবারে ভারসাম্যে দাঁড়িয়ে। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। আপাতত খেলার গতি প্রকৃতি যা তাতে এটুকু পরিষ্কার হয়ত আগামীকাল অর্থাৎ ৫ জানুয়ারি রবিবাবরই ম্য়াচের ফল নির্ধারিত হয়ে যাবে। সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ব্যাট করতে নেমে ১৮১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটি ভালই এগোচ্ছিলেন। প্রথম ওভারেই স্টার্ককে চারটি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। কিন্তু বোল্যান্ড ফিরতেই ত্রাস হয়ে ওঠেন তিনি ভারতীয় ব্যাটারদের সামনে। প্রথমে ফেরান যশস্বীকে। ২২ রানে ফেরেন ভারতীয় ওপেনার। ৪২ রানের মাথায় প্রথম উিকেটের পতন হয় ভারতের। এরপর কে এল রাহুলও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বোল্যান্ডের বলে বোল্ড হয়ে। শুভমন গিলও ১৩ রান করে ওয়েবস্টারের বলে আউট হন। বোল্যান্ডের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। মাত্র ৬ রান করেন তিনি। আরও একবার খোঁচা দিয়ে অফস্টাম্পের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
এরপরই পন্থের ঝোড়ো ব্যাটিং শুরু হয়। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মাত্র ২৯ বলে অর্ধশতরানও পূরণ করেন। শেষ পর্যন্ত ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৬১ রানের ইঅনিংস খেলেন আউট হন দিল্লর তরুণ উইকেট কিপার ব্যাটার। নীতীশ রেড্ডি এদিনও ব্যর্থ। ৪ রান করে ফেরেন। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে আছেন জাডেজা ও সুন্দর। আর মোটামুটি ৬০-৬৫ রান অন্তত বোর্ডে যোগ করতে পারলে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে ভারতের।
আরও পড়ুন: 'ওরা সবটা অর্জন করুক', তরুণদের ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে দাবি রোহিত শর্মার