আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Dona Ganguly Facebook Hacked: ফের হ্যাকারের কবলে ডোনার ফেসবুক, সাইবার ক্রাইমে জানানো হল অভিযোগ
Sourav Ganguly: ফের ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হল। শনিবার রাতে ডোনার প্রোফাইল হ্যাক করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে প্রোফাইল ছবিও। তারপর থেকে একের পর এক আপত্তিকর পোস্ট হয়ে চলেছে সেই প্রোফাইল থেকে।

ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল ফের হ্যাক। - ফেসবুক
Source : Facebook
কলকাতা: কয়েকদিন আগেই ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)। অনেক কষ্টে সেই প্রোফাইল পুনরুদ্ধার করা হয়েছিল। তবে হ্যাকাররা যেন সৌরভ ঘরনির পিছু ছাড়ছে না।
ফের ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হল। শনিবার রাতে ডোনার প্রোফাইল হ্যাক করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে প্রোফাইল ছবিও। এবং তারপর থেকে একের পর এক আপত্তিকর পোস্ট হয়ে চলেছে সেই প্রোফাইল থেকে।
এ ব্য়াপারে শনিবার গভীর রাতে ডোনার সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি আনন্দ (ABP Ananda)। গোটা ঘটনায় ভীষণ বিব্রত তিনি। বিশেষ করে বারবার হ্যাকাররা কেন তাঁকেই নিশানা করছে, ভেবে পাচ্ছেন না নৃত্যশিল্পী।
শনিবার রাতের দিকে ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়া ইস্তক একের পর এক আপত্তিকর পোস্ট হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, কয়েকটি পোস্টে ডোনার আত্মার শান্তি কামনা করা হয়। আরও রাতের দিকে অর্ধনগ্ন মহিলাদের ছবিও পোস্ট করা হতে থাকে। এমনকী, পরিচিত বেশ কয়েকজন পর্নোগ্রাফি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। ডোনা নিজেও গোটা ঘটনায় ভীষণই বিরক্ত। পরিচিতদের সতর্ক করে দিয়েছেন তিনি।
এ ব্য়াপারে রাজ্যের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করা হয় গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য। অনেকটা রাত হয়ে গেলেও গোটা ঘটনা লিখিত অভিযোগের আকারে ই মেল করতে বলা হয়। সেই মতো রাতেই ই মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগেও ডোনাকে সোশ্যাল মিডিয়া হ্যাকাররা নিশানা করেছে। মাস কয়েক আগেও তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল। সেবারও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। বহু কষ্টে সেই প্রোফাইল পুনরুদ্ধার করা গিয়েছিল।
আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
