Virat Kohli: বারবার ফাঁদে পা দিচ্ছেন কোহলি, ওষুধ বলে দিলেন সানি, ২০ বছর আগেই লুকিয়ে সাফল্যের মন্ত্র?
Sunil Gavaskar: সোমবার ব্রিসবেনে ফের অফস্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা ছুঁইয়ে কট বিহাইন্ড হলেন কোহলি। মাত্র ৩ রান করে। গাব্বায় তাঁর ব্যর্থতা দেখে হতাশ সানি।
ব্রিসবেন: বারবার একই রোগে আক্রান্ত হয়ে ক্রিজ ছাড়তে হচ্ছে তাঁকে। মিডল বা অফস্টাম্পে পড়ে বল সামান্য বাইরের দিকে যাচ্চে, সামনের পায়ে ড্রাইভ করতে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ছে হয় উইকেটকিপারের গ্লাভসে। অথবা স্লিপ কর্ডনে। বারবার কোহলির জন্য যে ফাঁদ পাতছেন বোলাররা। সেই ফাঁদে পা দিয়েই আউট হচ্ছেন কোহলি।
যা দেখে হতাশ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। এবার কোহলির উদ্দেশে তাঁর বার্তা, সচিন তেন্ডুলকরের থেকে শেখো। নিজেকে নতুন করে তৈরি করো। তবেই ঘুচবে ব্যর্থতার জ্বালা।
আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে
সোমবার ব্রিসবেনে ফের অফস্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা ছুঁইয়ে কট বিহাইন্ড হলেন কোহলি। মাত্র ৩ রান করে। গাব্বায় তাঁর ব্যর্থতা দেখে হতাশ সানি। কোহলির জন্য অস্ট্রেলিয়া যে ফাঁদ পাতছে, তাতে বারবার পা দিতে দেখে অবাক গাওস্কর। লিটল মাস্টার ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'আমার মনে হয় কোহলির যেটা করা উচিত সেটা হল ২০০৪ সালে সচিন তেন্ডুলকর যা করেছিল সেটা দেখা। প্রথম তিন টেস্টে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে আউট হচ্ছিল সচিন। কখনও স্লিপে, কখনও শর্ট গালিতে। সিডনি টেস্টের আগে ও ঠিক করে নিয়েছিল কিছুতেই কভার অঞ্চলে শট খেলবে না।সব শট খেলবে বোলারের ফলো থ্রু বা মিড অফের ফিল্ডারের ডানদিকে। এবং লেগসাইডে যে কোনও জায়গায়। সেটাই দাওয়াই। সেই টেস্টে ও কভার ড্রাইভ কার্যত খেলেনি। যত দূর মনে পড়ে ২০০ বা ২২০ করে ফেলার পর একটা কভার কভার ড্রাইভ মেরেছিল। মনের এইরকম সংযমই জরুরি।'
গাওস্কর যোগ করেছেন, 'প্র্যাক্টিস আলাদা, কিন্তু বাইশ গজে যা হচ্ছে সেটা আলাদা। প্র্যাক্টিসে আউট হলে আবার সুযোগ আসে। ম্যাচে আসে না।'
আরও পড়ুন: বুমরার লড়াই সত্ত্বেও দ্রুত ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, ব্রিসবেনে বাঁচাবে কি বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।