ENG Vs SL, Match Highlights: শুরুর ধাক্কা সামলে শতরানের পার্টনারশিপে শ্রীলঙ্কাকে জেতালেন নিসঙ্কা-সামারাবিক্রমা
ENG Vs SL: ইংল্যান্ডের নতুন বলে শ্রীলঙ্কাকে দুইটি ধাক্কা দেন ডেভিড উইলি, তাও লাভের লাভ কিছুই হয়নি।
বেঙ্গালুরু: শতরানের পার্টনারশিপে শ্রীলঙ্কার হয়ে চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নাগাড়ে দ্বিতীয় জয় সুনিশ্চিত করলেন পাথুম নিসঙ্কা (Pathum Nissanka) ও সাদিরা সামারাবিক্রমা (Sadeera Samarawickrama)। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নিল দ্বীপরাষ্ট্র। লঙ্কান ওপেনার নিসঙ্কা ৭৭ ও সামারাবিক্রমা ৬৫ রানে অপরাজিত থাকলেন।
মাত্র ১৫৭ রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু শ্রীলঙ্কা একেবারেই ভালভাবে করতে পারেনি। নতুন বল হাতে ইংল্যান্ডের হয়ে আগুন ঝরান ডেভিড উইলি (David Willey)। তিনিই দুই উইকেট নেন। কুশল পেরেইরাকে নিজের প্রথম ওভারেই চার রানে ফেরানোর পর নিজের তৃতীয় ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে ফিরিয়ে বড় ধাক্কা দেন তিনি। মাত্র ২৩ রানে দুই উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল সেই অবস্থা থেকে অনবদ্য ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন নিসঙ্কা ও সামারাবিক্রমা।
একটু দেখেশুনে ইনিংসটা শুরু করে তারপরেই আক্রমণ শুরু করেন দুইজনে। মাত্র ১৬.২ ওভারেই শ্রীলঙ্কাকে শতরানের গণ্ডি পার করান তাঁরা। দেখতে দেখতে ৫৪ বলেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলেন নিসঙ্কা। টুর্নামেন্টে নাগাড়ে চতুর্থ অর্ধশতরান হাঁকান তরুণ ওপেনার। ইংল্যান্ডের বোলারদের কাছে এর কোনও জবাবই ছিল না। মাত্র ৪৪ বলে অর্ধশতরান করেন সামারাবিক্রমা। এই দুই তারকার সুবাদে সহজেই ম্যাচ জিতে নেয় লঙ্কান বাহিনী।
এই নিয়ে নাগাড়ে দুইটি ম্যাচ জিতে তার পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল। অপরদিকে, পাঁচ ম্য়াচের মধ্যে চারটিতে হেরে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা বাড়ল। জস বাটলাররা আপাতত তালিকায় নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
প্রথম ইনিংস
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সদ্যই মাথিশা পাথিরানার বদলি হিসাবে শ্রীলঙ্কান দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। এই ম্যাচে একাদশে সুযোগও পান তিনি। আর সুযোগ পেয়েই বল হাতে দলকে সাফল্য এনে দেন তিনি। ম্যাচের শুরুটা ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো কিন্তু বেশ ভালভাবেই করেছিলেন। দুইজনে মিলে শুরুতে ৪৫ রান যোগ করেন। কিন্তু ম্যাথিউজ় দীর্ঘদিন পর ওয়ান ডেতে বল হাতে নিয়েই তাঁদের পার্টনারশিপ ভাঙেন।
২৮ রানে মালান আউট হওয়ার পর আরেক ওপেনার বেয়ারস্টোও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তিনি ৩০ রানে আউট হন। সাফল্য পান কাসুন রাজিথা জো রুট রান আউট হন। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। একে একে জস বাটলার (৮), লিয়াম লিভিংস্টোন (১) সাজঘরে ফেরেন। ৮৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডের ইনিংসকে স্থিরতা প্রদানের চেষ্টা করেন বেন স্টোকস ও মঈন আলি। দুইজনে মিলে ৩৭ রান যোগ করেন। সেই পার্টনারশিপও ভাঙেন ম্যাথিউজ়ই।
লাহিরু কুমারা ৪৩ রানে সেট বেন স্টোকসকে ফেরানোর পরেই ইংল্যান্ডের বড় রান খাড়া করার আশা মোটামুটি জলে চলে গিয়েছিল। ডেভিড উইলি একটি চার ও ছক্কা হাঁকিয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পাক করান বটে। তবে অপরদিক থেকে আদিল রশিদ (২) ও মার্ক উড (৫) আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের ইনিংস ১৫৬ রানেই শেষ হয়।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ইডেনে বিপত্তি!