T20 World Cup 2024: ক্রিকেটের ব্যাট-বল ছেড়ে নতুন ভূমিকায় সচিন, নিউ ইয়র্কের রাস্তায় খেললেন বেসবল
Sachin Tendulkar: দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan), রবিবার ৯ জুন একে অপরের মুখোমুখি হচ্ছে। নিউ ইয়র্কে এই ম্যাচ দেখতেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সচিন।
নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের রাস্তায় ক্রিকেট খেললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সঙ্গী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তথা কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। হু হু করে ভাইরাল হল সেই ভিডিও। হঠাৎ যুক্তরাষ্ট্রে কী করছেন 'মাস্টার ব্লাস্টার'? ঘটনাটা ঠিক কী?
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। সেই টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan), রবিবার ৯ জুন একে অপরের মুখোমুখি হচ্ছে। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামেই সেই ম্যাচ আয়োজিত হবে। এই ম্যাচ দেখতেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সচিন। সেই ম্যাচের আগেই সচিন ও শাস্ত্রী যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ খেলা বেসবলে নিজেদের হাত পাকান। ক্রিকেট কিংবদন্তি সচিনকে কয়েকটি থ্রো ডাউন করেন শাস্ত্রী। সচিনের কিন্তু বেসবলে নিজেকে রপ্ত করতে একদমই বেশি সময় লাগেনি।
View this post on Instagram
প্রসঙ্গত, সচিন, শাস্ত্রী যুক্তরাষ্ট্রের রাস্তায় বেসবল খেললেও, সেটা কিন্তু শুধুমাত্র তাঁদের মধ্যে সীমাবদ্ধ নেই। দিন দু'য়েক আগেই সচিনের প্রাক্তন সতীর্থ ও ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কেও টিম ইন্ডিয়ার আরও বেশ কয়েকজন সদস্যের সঙ্গে নিউ ইয়র্কের বিখ্যাত বেসবল দল নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ়ের মাঠে বেসবেল ম্যাচের মজা উপভোগ করতে দেখা গিয়েছিল। দ্রাবিড় শুধু ম্যাচ দেখতেই যাননি, তাঁর পরনে ছিল নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ়ের জার্সিও।
India head coach Rahul Dravid and other members of staff in attendance for @yankees game 🏏⚾#T20WorldCup pic.twitter.com/61CpGLH0O1
— ICC (@ICC) June 6, 2024
এডেন মারক্রামসহ দক্ষিণ আফ্রিকা দলের বেশ কিছু ক্রিকেটারকেও নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ়ের মাঠে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাক মহারণ নিয়ে কথা বলতে গিয়ে সচিন কিন্তু ১৯৯২ সালে নিজের প্রথম ভারত-পাক বিশ্বকাপের স্ম-তিচারণা করেন। পাশাপাশি দুই দলকেই শুভেচ্ছাও জানান সচিন তেন্ডুলকর। ম্যাচ দেখতে স্বাভাবিকভাবে মাঠে উপস্থিত থাকবেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে শাহিনকে খারাপ বোলিং করার পরামর্শ! ভাইরাল হল ভিডিও