El Clasico: স্পেনে আর হবে না এল ক্লাসিকোর ম্য়াচ? লা লিগা সভাপতির বিবৃতিতে পড়ে গেল শোরগোল
Real Madrid vs Barcelona: রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা দ্বৈরথ। এবার থেকে কি এল ক্লাসিকো আর স্পেনের মাটিতে আয়োজিত হবে না?
![El Clasico: স্পেনে আর হবে না এল ক্লাসিকোর ম্য়াচ? লা লিগা সভাপতির বিবৃতিতে পড়ে গেল শোরগোল el clasico real madrid vs barcelona match will play outside spain la liga president shocking statement El Clasico: স্পেনে আর হবে না এল ক্লাসিকোর ম্য়াচ? লা লিগা সভাপতির বিবৃতিতে পড়ে গেল শোরগোল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/6f687146256c6dac232a2132d3b5d3f91738125558479206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মাদ্রিদ: লা লিগার বিশ্বের অন্যতম ঐতিহ্য়শালী টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের প্রাণ বলা যেতে পারে এল ক্লাসিকোকে। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা দ্বৈরথ। এবার থেকে কি এল ক্লাসিকো আর স্পেনের মাটিতে আয়োজিত হবে না? লা লিগার সভাপতির এমন বিবৃতিতেই শোরগোল পড়ে গিয়েছে। জেভিয়ার তেবাস, যিনি লা লিগা সভাপতি সমর্থকদের অবাক করে দিয়ে বিবৃতিতে জানিয়েছেন, আসন্ন এল ক্লাসিকোর যে ম্য়াচ রয়েছে তা হয়ত স্পেনের বাইরে কোনও স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে।
বার্সেলোনা তাঁদের হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যু-তে খেলে থাকে হোম ম্য়াচগুলো। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ড সেন্টিয়াগো বের্নাব্যুতে লস ব্ল্যাঙ্কোসরা তাঁদের হোমম্য়াচগুলো খেলে। কারণ হিসেবে লা লিগার তরফে জানানো হয়েছে যে, আসন্ন এল ক্লাসিকোটি বার্সলোনার হোম ম্য়াচ হওয়ার কথা। কিন্তু ন্যু ক্য়াম্পে এই মুহূর্তে কাজ চলছে। যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ওঠা হয়ত সম্ভব হবে না। তেবাস জানিয়েছেন, ''এখনও পর্যন্ত বার্সলোনার ঘরের মাঠে ক্যাম্প ন্যু-তে খেলা যাবে না, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। কিন্তু যদি শেষ পর্যন্ত কোনও সমস্য়া তৈরি হয় মাঠ সংক্রান্ত, তবে আমরা স্পেনের বাইরে এই ম্য়াচটি আয়োজন করার কথা ভাবব। এই মুহূর্তে ক্যাম্প ন্যু-তে সংস্কারের কাজ চলছে। তাই সবকিছু হয়ে গেলেও খেলার জন্য কতটা উপযোগী মাঠ, তা খতিয়ে দেখা হবে। এরপরই চূূূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।''
View this post on Instagram
গত ১৩ জানুয়ারি সৌদি আরবের জেড্ডায় বসেছিল এল ক্লাসিকোর আসর। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব - এফ সি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫ গোলের মালা পরায় বার্সেলোনা। ৫-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। ম্যানেজার হ্যান্সি ফ্লিকের প্রশিক্ষণে এটাই বার্সার প্রথম ট্রফি। বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন রাফিনহা। এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেয়নডস্কি, আলেহান্দ্রো বালদে ও স্পেনের বিস্ময় তারকা হিসাবে চিহ্নিত লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের হয়ে গোলদুটি করেছেন কিলিয়ান এমবাপে ও রদ্রিগো। জেড্ডার কিংগ আবদুল্লা স্পোর্ট সিটিতে রিযালকে চূর্ণ করে ট্রফি বার্সার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)