IPL Highlights: গড়াপেটার ছায়া? কিট হারিয়ে বিপাকে দিল্লি, লখনউয়ের জয়, আইপিএলের সারাদিন
Top 5 News IPL 2023: আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।
কলকাতা: মধ্যগগনে আইপিএল (IPL)। সারাদিন মাঠে ও মাঠের বাইরে ঘটে যাচ্ছে অজস্র ঘটনা। সেরকমই কয়েকটি সেরা ঘটনা এক ঝলকে।
দলের খবর জানার চেষ্টা!
আইপিএল (IPL) চলছে রমরমিয়ে। তার মাঝেই গড়াপেটার ছায়া। মহম্মদ সিরাজ জানিয়েছেন, তাঁর কাছে দলের ভেতরের খবর চেয়েছিলেন একজন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফাঁকে। তবে জানা গিয়েছে, তিনি জুয়াড়ি নন। বাস চালক। শোনা গিয়েছে, তাঁকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান ও অজিত চাণ্ডিলা স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। সঙ্গে নাম জড়িয়েছিল চেন্নাই সুপার কিংসের কর্তা গুরুনাথ মেইয়াপ্পনের। সকলে গ্রেফতারও হয়েছিলেন।
কিট খোওয়া গেল দিল্লির
টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি ডেভিড ওয়ার্নারের দল। টানা ৫ ম্য়াচ খেলে ৫ ম্য়াচেই হারতে হয়েছে তাঁদের। এরমধ্যে আবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলে ফেরার সময় বিমানবন্দর থেকে খোয়া গেল দলের প্লেয়ারদের কিট ব্য়াগ, প্যাড, গ্লাভস, ব্যাট সহ নানা ক্রিকেটীয় সরঞ্জাম। রবিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে এই ঘটনা টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি দলের সূত্র মারফৎ জানা গিয়েছে যে মোট ১৬টি ব্য়াট চুরি হয়েছে। তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি যশ ধূলের। কিটব্যাগ হাতে পাওয়ার পরই ক্রিকেটাররা বুঝতে পারেন যে তাঁদের ব্য়াট খোয়া গিয়েছে। জানা গিয়েছে, বিদেশি ক্রিকেটারদের এক-একটি ব্যাটের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি।
অর্জুনকে নিয়ে উচ্ছ্বাস
অর্জুন তেন্ডুলকরের প্রথম উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৩ ওভার বল করেন। যার মধ্যে শেষ ওভারে বেশ চাপের মুখে বল করে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতান। এবং সেই ওভারে ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নেন। কভারে ক্যাচ ধরেন রোহিত শর্মা। সব মিলিয়ে ২.৫ ওভারে ১৮ রানে ১ উইকেট। পরে সচিন মজা করে বলেন, তেন্ডুলকর পরিবারে একটা আইপিএল উইকেট এল।
নাইট পরীক্ষা
বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে কেকেআর। পরপর দুই ম্যাচে হারতে হয়েছে নাইটদের। প্রথমে সানরাইজার্স হায়দরাবাদ, পরে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে আইপিএলে টানা ৫ ম্যাচ হেরেছে দিল্লি। দুই দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই।
রাহুলদের জয়
রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। জয়পুরে সঞ্জু স্যামসনদের ঘরের মাঠে খেলা ছিল। প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ১৫৪/৭। জবাবে ১৪৪/৬ স্কোরে আটকে যায় রাজস্থান। এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট রাজস্থানের। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। রান রেটে রাজস্থানের চেয়ে সামান্য পিছিয়ে তারা।