Ind vs WI T20: চোট কাঁটার মধ্যেই ভারত-জয়ের ডাক পোলার্ডের
Eden Gardens T20: দুটি দুর্ঘটনার রেশ সামলে ইডেনে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
কলকাতা: থ্রো ডাউন স্পেশালিস্টের ছোড়া বলটা আচমকা লাফিয়ে ছোবল মারল জেসন হোল্ডারের (Jason Holder) শরীরে। যন্ত্রণায় কাতরে উঠলেন তিনি। লুটিয়ে পড়লেন মাটিতে। উদ্বেগের মেঘ তৈরি হল ক্যারিবিয়ান শিবিরে।
সেই উদ্বেগই দ্বিগুণ হল যখন, প্রায় একইরকম ভাবে চোট পেলেন ফ্যাবিয়েন অ্যালেন (Fabien Allen)। দলের চিকিৎসক দৌড়ে এলেন। শুশ্রূষা চলল।
দুটি দুর্ঘটনার রেশ সামলে মঙ্গলবার ইডেনে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে এই ইডেনেই কার্লোস ব্র্যাথওয়েটের সেই ঐতিহাসিক ছক্কার ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান দল। ফের সেই ইডেনে নামছেন কায়রন পোলার্ডরা। তবে এবার সঙ্গী ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশের লজ্জা। তবু ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান শিবির।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে অক্সিজেন খুঁজছেন পোলার্ডরা। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পোলার্ড বলেন, 'ভারতীয় পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি আমরা এক দিনের সিরিজ থেকে।' সামনেই আইপিএল। মুম্বই দল রেখে দিয়েছে পোলার্ডকে। তবে কোটিপতি লিগ নিয়ে ভাবতে রাজি নন তিনি। বলেছেন, 'এখন আইপিএল নিয়ে ভাবছি না। দেশের হয়ে খেলতে এসেছে সকলে। সেটাই এখন লক্ষ্য।'
এক দিনের ক্রিকেটে হারের পিছনে ধারাবাহিকতার অভাবকে দায়ী করেছেন পোলার্ড। তিনি বলেছেন, 'ক্রিকেটের সব ধরনের বিভাগেই আমাদের উন্নতি করতে হবে।' টি-টোয়েন্টি সিরিজে তিনি নিজে খেলবেন বলেই জানালেন পোলার্ড। তিনি বলেন, 'আমার হাঁটুতে অসুবিধা ছিল। একদিনের ক্রিকেটে খেলতে পারিনি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে আমাদের দলের সকলেই তৈরি খেলার জন্য। সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।'
মঙ্গলবার ছিল ভারতীয় দলের ঐচ্ছিক প্র্যাক্টিস। অধিনায়ক রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুরের মতো অনেকেই প্র্যাক্টিসে আসেননি। কিন্তু ছন্দ হাতড়ে বেড়ানো বিরাট কোহলির কাছে বিশ্রাম মানে যেন এখন বিলাসিতা। তাই তিনি হাজির হয়ে গেলেন। এবং প্রায় এক ঘণ্টা ধরে চলল ব্যাটিং সাধনা।