KKR In Thunderstorm: উদ্বেগমুক্তি! কলকাতায় ফেরার সবুজ সংকেত পেলেন কেকেআর ক্রিকেটারেরা, কখন নামছে বিমান?
IPL 2024: অবশেষে রাত ১০টা নাগাদ এল কিছুটা স্বস্তির বার্তা। কেকেআর শিবির থেকে জানানো হল, কলকাতায় ফেরার সবুজ সংকেত পাওয়া গিয়েছে।
কলকাতা: সোমবার সন্ধ্যায় তখন শহরজুড়ে চলছিল তুমুল ঝড়বৃষ্টি। কালবৈশাখীর তাণ্ডবে স্বস্তি বঙ্গবাসীর। তাপমাত্রার পারদ লাফিয়ে নেমে গিয়েছিল।
তবে স্বস্তির ঝড়বৃষ্টির জন্যই আচমকা গভীর সংকট তৈরি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। কারণ, খারাপ আবহাওয়ার জন্য লখনউ থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে নামতেই পারেনি কেকেআরের বিমান। সেই বিমান ঘুুরিয়ে পাশের রাজ্য অসমের গুয়াহাটিতে চলে যেতে হয় কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। নাইটদের অসংখ্য ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন প্রিয় ক্রিকেটারদের নিয়ে।
অবশেষে রাত ১০টা নাগাদ এল কিছুটা স্বস্তির বার্তা। কেকেআর শিবির থেকে জানানো হল, কলকাতায় ফেরার সবুজ সংকেত পাওয়া গিয়েছে। গুয়াহাটি থেকে রাত ১১টায় কলকাতায় ফেরার কথা শ্রেয়স আইয়ার, রামনদীপ সিংহদের।
রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচ জিতে সোমবার কলকাতায় ফেরার কথা ছিল নািটদের। সোমবার বিকেল ৫.৪৫-এ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে পাড়ি দেয় কেকেআরের বিশেষ ভাড়া করা বিমান। সন্ধ্যা ৭.২৫-এ শ্রেয়স, নারাইন, বরুণ চক্রবর্তীদের কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। তবে রাত পৌনে নটা নাগাদ কেকেআর শিবির থেকে জানানো হয় যে, খারাপ আবহাওয়ার জন্য কলকাতায় নামতেই পারেনি তাদের বিমান। আকাশে খানিক চক্কর কাটার পর সেই বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। গুয়াহাটি বিমানবন্দরে ল্যান্ড করার পর বিমানেই অপেক্ষা করতে থাকেন কেকেআর ক্রিকেটারেরা। বিমানবন্দি হয়ে থাকা নাইট ক্রিকেটারদের ছবিও শেয়ার করা হয় কেকেআর শিবির থেকে। জানানো হয়েছিল, আবহাওয়ার উন্নতি হলে সেখান থেকে কলকাতায় আসা হবে। তবে সেটা কখন, তা স্পষ্ট করে প্রথমে কিছু জানানো হয়নি।
Update: Ground clearance received for take off from Guwahati. See you soon, Kolkata 👋🌧️https://t.co/KKAQ8NLrmn
— KolkataKnightRiders (@KKRiders) May 6, 2024
পরে রাত দশটা নাগাদ কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা যায়, কলকাতায় ফেরার সবুজ সংকেত মিলেছে। আবহাওয়ার নতুন করে কোনও অবনতি না হলে রাত ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন ক্রিকেটারেরা।
আরও পড়ুন: প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ, মর্মাহত মেসি, শোকের ছায়া ফুটবলবিশ্বে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে