Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কোথায় ছুটি কাটাতে গেলেন রোহিত? মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেবেন কবে?
IPL 2025: খোশমেজাজে রয়েছেন রোহিত শর্মা। টানা ক্রিকেট খেলার ধকল কাটাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন হিটম্যান।

মুম্বই: দরজায় কড়া নাড়ছে আইপিএলে (IPL 2025)। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ক্ল্যাশ অফ টাইটান্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি এমন দুই দল, যারা পাঁচবার করে ট্রফি জিতেছে। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)।
সেই ম্যাচের আগে অবশ্য খোশমেজাজে রয়েছেন রোহিত শর্মা। টানা ক্রিকেট খেলার ধকল কাটাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই সপরিবার বিদেশ ভ্রমণে গিয়েছেন রোহিত। তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতেই ছুটি কাটাতে চলে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সপরিবারে গেলেন মলদ্বীপ। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে স্ত্রী রীতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠেও ছিলেন রীতিকা ও মেয়ে সামাইরা। তবে পুত্র আহানকে মাঠে নিয়ে যাননি রীতিকা। যদিও মলদ্বীপে রোহিত-রীতিকার সঙ্গে গিয়েছে পুত্র আহানও।
রোহিতের সপরিবার ছুটি কাটানোর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কখনও জাহাজে, আবার কখনও সমুদ্রসৈকতে দেখা গিয়েছে রোহিত এবং তাঁর পরিবারের সদস্যদের।
আইপিএলের আগে সব দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন। সব দলের ক্ষেত্রেই এটা সমান। মুম্বইয়ের অনুশীলনে কয়েকদিন পরে যোগ দেবেন রোহিত। যেমন এখনও কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দেননি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। পরের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। রোহিতেরও আগামী সপ্তাহে মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার কথা।
রোহিত বিশ্রাম নিলেও, ছুটি নেননি হার্দিক পাণ্ড্য। তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন। শনিবার ডব্লিউপিএলের ফাইনালে দিল্লির মুখোমুখি মুম্বই। তার আগে মেয়েদের দলকে বিশেষ টিপসও দেন হার্দিক।
Captain Rohit Sharma enjoying the Vacation after the Champions Trophy victory. ♥️ pic.twitter.com/cs1WNz023P
— Johns. (@CricCrazyJohns) March 15, 2025
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ চেন্নাই। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে সফল দল। রোহিত এবং ধোনির লড়াই ঘিরে এখন থেকেই উন্মাদনা।
আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
