BCCI: কড়া পদক্ষেপ আগরকরের কমিটির, বোর্ডের চুক্তি থেকেই বাদ পড়লেন শ্রেয়স
Shreyas Iyer And Ishan Kishan: আগেই বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু ২ তরুণ ক্রিকেটারের কেউই ঘরোয়া ক্রিকেট খেলেননি।
মুম্বই: বোর্ডের রোষের মুখে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আরও বড় শাস্তি যে অপেক্ষা করছে তাঁদের জন্য, তা বোধহয় বুঝতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এবার বোর্ডের বার্ষিক চুক্তি থেকেই বাদ পড়লেন ২ তরুণ ক্রিকেটার। অন্যদিকে প্রচুর তরুণ ক্রিকেটার যেমন রিঙ্কু সিংহ, মুকেশ কুমারদের চুক্তির আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, শ্রেয়স ও ঈশানের প্রতি বোর্ড ক্ষুব্ধ ছিলই। আগেই বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু ২ তরুণ ক্রিকেটারের কেউই ঘরোয়া ক্রিকেট খেলেননি। গত বছর বিশ্বকাপে শ্রেয়স ভারতের জার্সিতে ১০ ইনিংসে ৫২৬ রান করেছিলেন। ঝুলিতে ছিল দুটো শতরান ও তিনটি অর্ধশতরান। এমনকী সেমিফাইনালে ৭০ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু এরপরও তাঁকে বার্ষিক চুক্তির বাইরে রাখা হল। অর্থাৎ বোর্ড যেন এটাই বোঝাতে চাইল সবাইকে যে নিয়মের ঊর্ধ্বে কেউ নন। সামনেই আইপিএল। তার আগেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে আইপিএলের জন্য নিজেদের তৈরি করতে চাইছিলেন ২ জন। যা একেবারেই ভাল চোখে দেখেনি বিসিসিআই ও নির্বাচক কমিটি।
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, ''সবাই দয়া করে মনে রাখবেন যে এই রাউন্ডে বার্ষিক চুক্তির জন্য শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে ভাবনার মধ্যে রাখা হয়নি।''
ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার মাঝপথেই তিনি সরে দাঁড়ান। মানসিক স্বাস্থ্যের উল্লেখ করেছিলেন তিনি। তাই বিরতি নিতে চেয়েছিলেন ক্রিকেট থেকে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি তরুণ উইকেট কিপার ব্যাটারকে। এরপর ইংল্যান্ড সিরিজেও রাখা হয়নি তাঁকে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে ঈশান কিষাণকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, সেখানে পারফর্ম করলে তবেই ফের জাতীয় দলের দরজা খুলবে। এরপর রঞ্জি ট্রফিতেও দেখা যায়নি শ্রেয়স, ঈশানকে। যেখানে রাহানে, পূজারার মত অভিজ্ঞ ক্রিকেটাররা এখনও রঞ্জি খেলছেন। সেখানে কেন তরুণ ক্রিকেটাররা রঞ্জি থেকে মুখ ফিরিয়েছেন? এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন নির্বাচকমণ্ডলী। এবার চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হল শ্রেয়স, ঈশানকে। রাঁচি টেস্টে জয়ের পর রোহিত শর্মাও বলেছিলেন, ''দেখুন, কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে কী লাভ?''