Andre Russell: আইপিএলের আগে রাসেল গাইছেন 'লুট পুট গয়া...', দিচ্ছেন ইতিবাচক থাকার বার্তা
KKR: ডাঙ্কি জ্বরে আক্রান্ত আন্দ্রে রাসেলও (Andre Russell)। যিনি আইপিএলে (IPL 2024) খেলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ক্যারিবিয়ান অলরাউন্ডার কেকেআরের ম্যাচ উইনারও।
কলকাতা: প্রথমে পাঠান। তারপর জওয়ান। সব শেষে ডাঙ্কি। ২০২৩ ছিল শাহরুখ খান-ময় (Shah Rukh Khan)। পাঠান ও জওয়ান যদি বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে থাকে, তাহলে ডাঙ্কি শুনিয়েছিল অন্যরকম এক গল্প। আর হইচই ফেলে দিয়েছিল ডাঙ্কি সিনেমার একটি গান। লুট পুট গয়া...। যে গানের ছন্দে পা মিলিয়েছিলেন আট থেকে আশি।
এবার ডাঙ্কি জ্বরে আক্রান্ত আন্দ্রে রাসেলও (Andre Russell)। যিনি আইপিএলে (IPL 2024) খেলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। ক্যারিবিয়ান অলরাউন্ডার কেকেআরের ম্যাচ উইনারও। প্রচুর ম্যাচের রঙ একা হাতে পাল্টে দিয়েছেন। আইপিএলের আগে তিনি শাহরুখ খানের জনপ্রিয় গান গাইলেন। ওয়েস্ট ইন্ডিজ় তারকার মুখে হিন্দি গান শুনে উচ্ছ্বসিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রাসেলের গাওয়া গান ভাইরাল হয়ে গিয়েছে।
আইপিএল শুরু হতে আর মাত্র দিন আষ্টেক বাকি। তার আগে শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে কেকেআরের প্রস্তুতি শিবির। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমে পড়ছেন রিঙ্কু সিংহ, নীতীশ রানারা। শীঘ্রই সেই প্রস্তুতি শিবিরে যোগ দেবেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। পাশাপাশি রাসেল, সুনীল নারাইন, মিচেল স্টার্কের মতো বিদেশি ক্রিকেটারেরাও যোগ দেবেন নাইট শিবিরে।
তার আগে রাসেল রয়েছেন খোশমেজাজে। সোশ্যাল মিডিয়ায় রাসেলের একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি চালানোর ফাঁকে শাহরুখের সিনেমার গান গাইছেন রাসেল। গাইছেন, 'লুট পুট গয়া... লুট পুট গয়া... ম্যায় তো গয়া...'। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন।
Muscle Russell getting ready for his India trip next week 🇯🇲🎶🇮🇳 #IPL2024 pic.twitter.com/mGsBWF5mMc
— KolkataKnightRiders (@KKRiders) March 9, 2024
রাসেলের আর একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর। সেখানে রাসেল বলছেন, 'কোনও কিছুই সহজে আসে না। পরিশ্রম করে যেতে হয়। তার সঙ্গে অভ্যস্ত হতে হয়।'
আইপিএলে এবারের অভিযানের শুরুতে বাড়তি সুবিধা পাচ্ছে নাইট শিবির। কারণ, কেকেআর প্রথম ম্যাচ খেলবে তাদের ঘরে মাঠে। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ সেই ম্যাচকে ঘিরে নাইটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হচ্ছে এখন থেকেই।
আরও পড়ুন: রাসেলের মতোই কেকেআরকে ম্যাচ জেতাতে চান ভক্ত রামনদীপ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে