Year Ender 2022: সৌরভের অপসারণ, মেসির বিশ্বজয়, ফেডেরার যুগের অবসান, ২০২২ সালের খেলার দুনিয়া
Sports Year Ender: সাল ২০২২। খেলার দুনিয়ায় এত ঘটনাবহুল বছর খুব কমই দেখা গিয়েছে।
কলকাতা: সাল ২০২২। খেলার দুনিয়ায় এত ঘটনাবহুল বছর খুব কমই দেখেছি আমরা। বছর শুরু হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো দিয়ে। তারপর থেকেই ঘটনার ঘনঘটা। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কার্যত অপসারণ। কাতারে ফুটবলের বিশ্বযুদ্ধ। লিওনেল মেসির স্বপ্নপূরণ। কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্স। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার-সেরিনা উইলিয়ামসের অবসর। শ্যেন ওয়ার্ন-অ্যান্ড্রু সাইমন্ডসের অকালমৃত্যু। সব মিলিয়ে খেলার মাঠে বছরটা কেমন কাটল?
নেতৃত্ব ছাড়লেন কোহলি
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ঘোষণা করেন, তিনি আর টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন না। যা নিয়ে শুরু হয় তোলপাড়। পরে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় কোহলিকে। দায়িত্ব পান রোহিত শর্মা।
হার্দিকের প্রত্যাবর্তন
চোট সারিয়ে মাঠে ফেরেন হার্দিক পাণ্ড্য। তাঁর নেতৃত্বে প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। গোটা টুর্নামেন্টে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স হার্দিকের। তাঁকে ফেরানো হয় জাতীয় দলেও।
বিতর্কে ঋদ্ধিমান
ক্রিকেট কেরিয়ারে কোনওদিন বিতর্কে জড়াননি। সেই ঋদ্ধিমান সাহাকে নিয়েই তোলপাড় পড়ে যায়। জাতীয় দলের উইকেটকিপার জানান যে, তাঁকে আর টেস্টের জন্য ভাবা হবে না বলে জানিয়ে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। পরে নিজের রাজ্য সংস্থার কর্তা বিরূপ মন্তব্য করায় বাংলা ছেড়ে ত্রিপুরা ক্রিকেট দলে যোগ দেন তিনি।
বিশ্বকাপে সঙ্গী হতাশা
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার হজম করতে হয় রোহিত বাহিনিকে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
কমনওয়েলথে ভারতের জয়জয়কার
কমনওয়েলথ গেমসে ২২টি সোনা-সহ মোট ৬১ পদক জেতে ভারত। পদক তালিকায় চার নম্বর জায়গা পায়। ভারোত্তোলনে সোনা জেতেন বাংলার অচিন্ত্য শিউলি। সাইখম মীরাবাঈ চানু থেকে শুরু করে পি ভি সিন্ধু, স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন এক ঝাঁক তারকা।
প্রয়াত ওয়ার্ন, সাইমন্ডস
আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে। ওয়ার্নের মৃত্যুর মাস দুই পরেই আকস্মিকভাবে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
ফেডেরার-সেরিনা যুগের অবসান
টেনিসকে বিদায় জানান কিংবদন্তি রজার ফেডেরার ও সেরিনা উইলিয়ামস। ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরারের বিদায়বেলায় আবেগের বিস্ফোরণ দেখেছিল ক্রীড়াদুনিয়া। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনাও টেনিসকে বিদায় জানান।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা
প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে বিস্ময়কর পরাজয়। তবে সেখান থেকেই নাটকীয় প্রত্যাবর্তন আর্জেন্তিনার। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন লিওনেল মেসি। গোল্ডেন বল জেতেন তিনি। গোল্ডেন গ্লাভস জেতেন ফাইনালে টাইব্রেকারের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন আর্জেন্তিনার এনজো ফার্নান্দেজ। ফাইনালে হ্যাটট্রিক করেও হতাশ হয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে। তিনি জেতেন গোল্ডেন বুট।
নিলামে রেকর্ড
আইপিএলের মিনি নিলাম আয়োজিত হয়েছিল কোচিতে। সেখানে রেকর্ড গড়েন স্যাম কারান। তাঁকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। ক্যামেরন গ্রিনকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে মুম্বই ইন্ডিয়ান্স। তিনিই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় বেন স্টোকসকে কেনে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস সাড়ে ৫ কোটি টাকায় কিনেছে বাংলার পেসার মুকেশ কুমারকে। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম পাওয়া বাংলার ক্রিকেটার।
আলো-আঁধারি
ভারতীয় ক্রিকেটে বছর শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরে। ২০২২ সালে ৭১টি ম্যাচ খেলে ৪৬টি জিতেছে ভারত। ২১ ম্যাচে হেরেছে। বছরের শেষ টেস্ট সিরিজে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়। নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারত।
বোর্ডের রদবদল
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে কার্যত বাধ্য হন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন প্রেসিডেন্ট হন রজার বিনি। সিএবি-তে নতুন প্রেসিডেন্ট হন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও মুকেশ কুমার।
সব মিলিয়ে ২০২২ সালটা জমজমাট কেটেছে খেলার মাঠে। ২০২৩ সালে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ফের একবার টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে কি না, দেখার অপেক্ষায় থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।