(Source: ECI/ABP News/ABP Majha)
Redmi Note 10: ভারতে লঞ্চ হল Redmi Note 10 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন, দাম
Redmi Note 10 সিরিজের স্মার্টফোনের টক্কর হবে স্যামসাঙের সঙ্গে। আজই Galaxy A32 4G লঞ্চ করেছে স্য়ামসাঙ
নয়াদিল্লি: চিনা স্মার্টফোন সংস্থা Xiaomi আজ ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Redmi Note 10 সিরিজ লঞ্চ করেছে। এই প্রেক্ষিতে সংস্থা Redmi Note 10, Redmi Note 10 Pro, ও Redmi Note 10 Pro Max -- এই তিন মডেল লঞ্চ করেছে। আজ এই তিন ফোন লঞ্চ হয়েছে। লঞ্চ করার অনুষ্ঠানটি সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লাইভ সম্প্রচার করা হয়। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মডেলগুলির বৈশিষ্ট্য সম্পর্কে।
দাম কেমন হতে পারে?
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, Redmi Note 10 স্মার্টফোনের দাম আনুমানিক ১১,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এর মধ্যে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকছে। গত বছর লঞ্চ হওয়া Redmi Note 9 এর দাম রাখা হয় ১১,৯৯৯টাকা। তাতে ছিল ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
Redmi Note 10 ও Redmi Note 10 Pro স্পেসিফিকেশন
Redmi Note 10 ফোনে থাকছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ফোনে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর।
Redmi Note 10 Pro ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই দুই ফোন অ্যান্ড্রয়েড ১১ নির্ভর MIUI 12 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এতে থাকতে পারে 4G এবং 5G কানেক্টিভিটির অপশন। এই ফোনে থাকতে পারে শক্তিশালী 5050mAh ব্যাটারি। এই মডেলের দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ থেকে।
Redmi Note 10 Pro Max স্পেসিফিকেশন
Redmi Note 10 Pro Max ফোনে থাকছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা থাকছে। প্রধান ক্যামেরাটি 108 মেগাপিক্সেল। এই ফোনে থাকছে শক্তিশালী 5050mAh ব্যাটারি। দাম শুরু হচ্ছে ১৮,১৯৯ টাকা থেকে।
Samsung-এর স্মার্টফোনকে দেবে জোর টক্কর
Redmi Note 10 সিরিজের স্মার্টফোনের টক্কর হবে স্যামসাঙের সঙ্গে। আজই Galaxy A32 4G লঞ্চ করেছে স্য়ামসাঙ। ১১ তারিখ Samsung Galaxy M12 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সংস্থা। এই ফোনটি আদতে গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy M11-এর আধুনিক সংস্করণ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ফোনের দাম ১২,০০০ টাকার কম হতে পারে। ফোনে থাকছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। স্ক্রিনের রেসোলিউশন 720x1600 পিক্সেল। ডুয়াল সিমকার্ড সাপোর্ট করতে সক্ষম এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওএস নির্ভর One UI Core অরাপেটিং সিস্টেম।