৭টায় বাংলা (Seg 2): হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী | Bangla News
হাওড়ার (Howrah) তুলোর গুদামে ভয়াবহ আগুন। হাওড়ার সাঁকরাইলের জঙ্গলপুরে ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছড়িয়েছে আতঙ্ক। জলের অভাবে আগুন নেভাতে সমস্যা।
বিজেপির ডাকা বাংলা বনধ এবং ভোটে সন্ত্রাসের নামে অপপ্রচারের অভিযোগে পাল্টা পথে নামল তৃণমূল কংগ্রেস। ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ।
হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। আজ এই দাবিতে মিছিল করেন পড়ুয়ারা। পাঠভবন চত্বরে গেট টপকে তাঁরা ভিতরে ঢুকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় পাঠভবনে যে সব ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে। সেখান থেকে এরপর পড়ুয়ারা মিছিল করে সঙ্গীত ভবনে আসেন। সেখানেও গেট টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন। যাঁর ক্লাস করছিলেন, তাঁদের বের করে দেওয়া হয়। এরপর শিক্ষাভবনে এসে একের পর এক দফতরে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। রেজিস্ট্রারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা। তিনি লেখেন, "দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে।"