Aj Bangla: কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা, ২জন ছাত্রের মৃত্যু।Bangla News
কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা, ২জনের মৃত্যু। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল ২ ছাত্র। রোয়িং বোটে থাকা ৫ জনের মধ্যে ২জনের মৃত্যু। রোয়িং করতে গিয়ে পূষণ সাধুখাঁ, সৌরদীপ চট্টোপাধ্যায় মৃত্যু। বোট উল্টে যাওয়ার পরে ৩জন সাঁতারে ফিরে আসে, তলিয়ে যায় ২জন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। অচৈতন্য অবস্থায় ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।
SSC-র গ্রুপ সি নিয়োগ-মামলায় নতুন এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্ আচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৫ জনের। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারা ছাড়াও। জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতে মামলা দায়ের হয়েছে।
বাংলায় ঢুকে তাণ্ডব চালাল বিহারের পুলিশ। বাংলার পুলিশকে না জানিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ২০টি বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বিহার সীমান্তবর্তী সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের ২০টি বাড়িতে ভাঙচুর। রাস্তার পিছনে আছে শাসকদলের নেতাদের জমি। সেই কারণেই বিহার পুলিশকে টাকা দিয়ে ভাঙচুর’ কটাক্ষ বিজেপির। বাংলার পুলিশ প্রশাসনকে না জানিয়ে হামলা বরদাস্ত নয়’, দাবি তৃণমূলের।