Filmstar: অশান্ত বাংলাদেশ, সোশাল মিডিয়ায় কী বার্তা দিলেন দেব? স্পাই ইউনির্ভার্সে এবার রহস্য দানা বাঁধছে আলফা-কে ঘিরে
অশান্ত বাংলাদেশ। সোশাল মিডিয়ায় কী বার্তা দিলেন দেব? নিটফ্লিক্সে এস এস রাজামৌলিকে নিয়ে ডকুমেন্টরি সিরিজে সেরা সম্মোহন। কী বললেন প্রভাস, রামচরণ, জুনিয়র এনটিআর থেকে জেমস ক্যামেরন? নতুন অ্যান্থোলজিতে দক্ষিণী মহা-তারকাদের মহা-সমাহার। শরৎচন্দ্রের পরিনীতা থেকে নতুন আরও কিছু সিরিজেও তো নজর রাখা দরকার।
স্পাই ইউনির্ভার্সে এবার রহস্য দানা বাঁধছে আলফা-কে ঘিরে। আলিয়া ভাট আর শর্বরী ওয়াঘকে নিয়ে যশরাজ ফিল্মসের আগামী স্পাই অ্যাকশন থ্রিলারের শ্যুটিং চলছে। বক্স অফিসের অঙ্ক বিশ্লেষণ করে নতুন প্রত্যাশা তৈরি হচ্ছে নারী-কেন্দ্রিক এই ছবিটিকে ঘিরে।
এবার শোনা যাচ্ছে পাঠান আবার ফিরবে এক নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে। না, শাহরুখ খান পাঠানের সিক্যুয়েল নিয়ে ফিরছেন, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে পাঠান ফিরছে, এই নিয়েই জোর গুঞ্জন বলিউডে। বিষয়টি একটু খোলসা করেই বলা যাক। যশরাজ ফিল্মসের তরফে স্পাই ইউনিভার্স-এর ঘোষণার পর সম্প্রতি আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের আগামী ছবি আলফা নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে গিয়েছে সিনে-দুনিয়ায়।
আলফা...এই ছবিতেই প্রথমবার সুপার এজেন্টের অ্যাকশন প্যাকড ইমেজে দেখা যাবে আলিয়া এবং শর্বরীকে। আর আলফাতেই একটি বিশেষ দৃশ্যে পাঠানের ভূমিকায় শাহরুখ খান এন্ট্রি নেবেন বলে খবর সূত্রের।