Soumya Aich Roy: BJP-র হাত শক্ত করার জন্য TMC যা করণীয় ইন্ডিয়া জোটের মধ্যে তাই করবেন: সৌম্য আইচ রায়
ABP Ananda LIVE: 'রাষ্ট্রপতি নির্বাচনের সময়েও দেখেছিলাম বিজেপির হাত শক্ত করা হয়েছে, সেদিকেই যাচ্ছেন না তো আবার তৃণমূল কংগ্রেস। এটাকে বলা হয় ঐক্যের বিরোধিতা। কার্যত বিজেপির হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেস যা যা করণীয় ইন্ডিয়া জোটের মধ্যে তাই করবেন এই ভবিষ্যৎবাণী আমরা আগেই করেছিলাম, এখন করছি আবারও করছি', মন্তব্য সৌম্য আইচ রায়ের।
উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা। ২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল।সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াৎ হোসেন সরকার দুজনেই পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেন তাঁরা অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক। আজ রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয় দুই জয়ী প্রার্থীকে। ৩ পাতার দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয় দুজনকে। পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই বলে তৃণমূল শিবিরের দাবি। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যে অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সামিল বলেও উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর।