Ek Dozen Golpo: চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’!
চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’! প্রতারণার অভিযোগে ধৃত তেহট্টের তৃণমূলের বিধায়কের আপ্ত সহায়ক। জেলে গিয়ে ধৃত প্রবীর কয়াল ও তার সঙ্গীকে জেরা করবে পুলিশে। সরকারি চাকরির নামে প্রতারণার একের পর এক অভিযোগ দায়ের। জেলে গিয়ে ধৃতকে জেরা করতে পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাকে অনুমতি। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। যদিও, ধৃতকে তাঁর আপ্ত সহায়ক নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক।
২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের এক সময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিও-র জীবাণু। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটিকে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস বলে। যা টিকার মধ্যেই থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদিও, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।