Rahul Gandhi on RG Kar Student Death: RG Kar কাণ্ডের তীব্র নিন্দা করে X হ্যান্ডলে পোস্ট রাহুল গাঁধীর
ABP Ananda Live: 'কলকাতায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের বীভৎস ঘটনায় স্তম্ভিত গোটা দেশ'। 'অমানবিক এই ঘটনায় চিকিৎসক ও নারী সমাজের নিরাপত্তাহীনতার ছবিটাই প্রকট হচ্ছে'। 'নির্যাতিতাকে বিচারের পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা'। 'এটা হাসপাতাল এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে'। 'চিকিৎসকরা যদি মেডিক্যাল কলেজেই অসুরক্ষিত হন, তাহলে বাবা-মা কীভাবে তাঁদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন?' আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডলে পোস্ট রাহুল গান্ধীর। 'নির্ভয়াকাণ্ডের পর তৈরি কঠোর আইনগুলিও কেন এই ধরনের অপরাধ রুখতে ব্যর্থ?' আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডলে পোস্ট রাহুল গান্ধীর।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।