(Source: ECI/ABP News/ABP Majha)
WB By Poll:রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা।বাঁকুড়ায় সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিজয়োল্লাস
ABP Ananda Live: রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা। বাঁকুড়ায় সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিজয়োল্লাস। নৈহাটিতে জয় বাংলা, মেদিনীপুরে সেলিব্রেশন। তালডাংরায় বাইক মিছিল।
বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়। সিতাই: পঞ্চম রাউন্ডের শেষে ৬০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাট: দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুর: চতুর্থ রাউন্ডের শেষে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরা: দ্বিতীয় রাউন্ডের শেষে ৬ হাজার ২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটি: ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়া: চতুর্থ রাউন্ডের শেষে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।