LokSabha Election: 'দিদির গ্যারান্টি দিদি আগে করে তারপর বলে আর মোদি করব বলে করে না',কটাক্ষ দেবাংশুর
ABP Ananda LIVE: 'আমরা আশাবাদী তমলুকেও (Tamluk)আমরা জিতব, রাজ্যের আজকের এই ফলাফল বিজেপির ক্রমাগত চোর চোর করে চিৎকার, মানুষ রাজনীতিকে এই নিন্মস্তরে নামিয়ে আনা কে কোথাও গিয়ে পছন্দ করেনি। সন্দেশখালি থেকেও তৃণমূল এগিয়ে রয়েছে শুধু বসিরহাটে না। এটা প্রমাণ করে বিজেপির এই মহিলাদের সম্মানকে সবার সামনে নীচু করা, বাংলাকে সবার সামনে নীচু করা, বাংলার মানুষ সেটারই জবাব দিয়েছে। দিদির গ্যারান্টি হল দিদি আগে করে তারপর বলে আর মোদি করব বলে করে না', কটাক্ষ দেবাংশুর(Debangshu bhattacharya )।
আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে এবার। মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত যাবে কোথায় মিশে? আসছে কারা, কারাই বা যায়? গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।