Jisshu Sengupta Exclusive: ছবি মুক্তির আগে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে পরিকল্পনা? সুযোগ পেলে ফের প্রেমে পড়বেন যীশু?
নন্দনের প্রিমিয়ার তখন তারকাখচিত। কালো পোশাকে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন ছবির নায়ক। স্বভাবচিত ভঙ্গিতে একে একে বক্তব্য রাখতে ডেকে নিলেন পরিচালক, নায়িকা, প্রযোজককে। তাঁর পাশেই কোলে উঠে দাঁড়িয়ে ছবির দুই খুদে তারকা। মঞ্চ থেকে নামতে নামতে ফুঁপিয়ে কেঁদে উঠল একজন। হাসি মুখে তার দিকে হাত বাড়িয়ে কালো পোশাকের নায়ক বলে- উঠলেন, 'আয় বাবা আয়, আমিই তোর বাবা।' ছবির চিত্রনাট্য পেরিয়ে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) কখন যেন বাবা হয়ে উঠেছেন 'পটল পোস্ত'-র। একরত্তি দুই শিশুকে নিয়ে কাজ করতে হয়েছে 'বাবা, বেবি, ও'-তে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? যীশু বলতেন, 'শ্যুটিং ফ্লোরে একটা আলাদা জায়গা ছিল বাচ্চাদের জন্য। আর সেখানে যাওয়ার একমাত্র আমার অনুমতি ছিল। আমি স্যানিটাইজ হয়ে ওদের কাছে যেতাম। শ্যুটিং চলাকালীন বাচ্চাদুটোকে ভীষণ আদর করেছি। ভীষণ ভালো কেটেছে সময়টা।' ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে, 'বাবা হওয়া এত সোজা নয়'। সত্যিই কী কঠিন বাবা হওয়া? যীশু বলছেন, 'বাবা হওয়া কঠিন বা সহজ নয়, এটা একটা প্রক্রিয়া। যেমন করে আমরা রান্না শিখি, পড়াশোনা শিখি, তেমনই নতুন নতুন জিনিস শেখা যায়। প্রত্যেকেরই এক এক রকম অভিজ্ঞতা থাকে। আমারও তেমনই অভিজ্ঞতা ছিল।'