কাশমালা তারিক: তাঁর জ্বালাময়ী ভাষণের জন্য পাকিস্তানে পরিচিত কাশমালা তারিক। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পঞ্জাব থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হন তিনি। তিনি পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ-এ-আজম)-এর নেত্রী। দুই বার সাংসদও নির্বাচিত হয়েছেন তিনি। মহিলাদের অধিকার নিয়ে সরব তিনি। ছবি-গুগল ফ্রি ইমেজ
2/8
এলিজা ইকবাল হায়দর: পেশায় ব্যারিস্টার এলিজা একজন মানবাধিকার কর্মী। ২০১৩-তে পাকিস্তানের সাধারণ নির্বাচনে সিন্ধ প্রদেশ থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসন থেকে অপ্রত্যক্ষভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রাক্তন সাংসদ ইকবাল হায়দরের মেয়ে তিনি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর মুখপাত্র তিনি। এলিজা বলেন, তাঁর বাবার করে যাওয়া মানবাধিকারের কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন। ছবি-গুগল ফ্রি ইমেজ
3/8
হিনা পারভেজ বাট: পাকিস্তানের এই রাজনৈতিক নেত্রী একজন সম্ভবনাময় ডিজাইনারও। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেসের স্বর্ণ পদক জয়ী হিনা পাকিস্তানে পরিবর্তন আনার পক্ষে সওয়াল করেন। নাবালিকাদের বিয়ে ও পারিবারিক হিংসার মতো সমস্যার বিরুদ্ধে সরব তিনি। পশ্চিমী পোশাক পরতে পছন্দ করেন তিনি। সেইসঙ্গে দেশের ঐতিহ্য নিয়েও সচেতন তিনি। ছবি-গুগল ফ্রি ইমেজ
4/8
আয়লা মালিক: পাকিস্তানের রাজনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রী আয়লা মালিক। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট সর্দার ফারুখ খান লেঘারির ভাইঝি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুমেইরা মালিকের বোন তিনি। ইমরান খানের অনুপ্রেরণায় তিনি তেহরিক-ই-ইনসাফ দলের সঙ্গে যুক্ত বলে খবর। ছবি-গুগল ফ্রি ইমেজ
5/8
মরয়ম নওয়াজ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তিনি। মরয়মকে প্রায়ই দেশ ও বিদেশের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকতে দেখা যায় এবং পাক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ছবি-গুগল ফ্রি ইমেজ
6/8
হিনা রব্বানি খার: পাকিস্তানে সর্বকনিষ্ঠ হিসেবে বিদেশমন্ত্রীর হয়েছিলেন হিনা রব্বানি খার। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি তাঁর সৌন্দর্য, স্টাইলের জন্যও পরিচিত তিনি। হিনা পঞ্জাবের প্রাক্তন গভর্নর তথা মুখ্যমন্ত্রী গুলাম মুস্তাফা খারের ভাইঝি। ছবি-গুগল ফ্রি ইমেজ
7/8
সুমেইরা মালিক: পাকিস্তা পাকিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও মানবাধিকার কর্মী সুমেইরা মালিক। আল্লাইয়ার খানের মেয়ে তথা কালাবাঘের নবাব বলে পরিচিত আমির মহম্মদ খানের নাতনি তিনি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট সর্দার ফারুখ খান লেঘারির ভাইঝি তিনি। ছবি-গুগল ফ্রি ইমেজ
8/8
সমাজ-রাজনীতিতে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য ও অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় কোনও অংশেই পিছিয়ে নেই। রাজনীতিও এর ব্যতিক্রম নয়। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও মহিলারা রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভূমিকা পালন করছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন। পাকিস্তানে রয়েছেন একঝাঁক মহিলা রাজনৈতিক নেত্রী, যাঁরা বলিষ্ঠতার সঙ্গে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। ছবি-গুগল ফ্রি ইমেজ