Diwali 2022 : দীপাবলিতে ঝাড়ু কিনে ঘরে আনুন সৌভাগ্য, ব্যবহার করুন এই রীতিতে
Diwali 2022 : জীবন থেকে নেতিবাচক প্রভাব এবং দারিদ্র্য দূর করতে ঝাঁটা কেনায় বিশ্বাস অনেকের।
দীপাবলি 2022: ধনতেরসে প্রত্যেকেই সম্পদ, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে। প্রত্যেকেই নিজস্ব ক্ষমতা অনুসারে দীপাবলিতে সম্পদের দেবী মহালক্ষ্মীকে খুশি করার চেষ্টা করে। এইদিন বাড়িতে নিয়ে আসুন ঝাঁটা। এর বিশেষ গুরুত্ব আছে।
বাস্তু এবং জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে ঝাড়ু ব্যবহার খুব গুরুত্বপূর্ণ এদিন। জীবন থেকে নেতিবাচক প্রভাব এবং দারিদ্র্য দূর করতে ঝাঁটা কেনায় বিশ্বাস অনেকের। দীপাবলির মহারাত্রি হল অমাবস্যার রাত। এই দিনে মহালক্ষ্মীর ঝাড়ু ঘরে আনলে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি আসে। ঝাড়ুও থাকে শীতলা মাতার হাতে। শীতলা মা আমাদের সুস্থ ও নিখুঁত শরীর দেন।
এভাবে উপাসনা করুন
পণ্ডিত সুরেশ শ্রীমালি জানান, ধনতেরসের দিন বাড়িতে প্রথমে একটি নতুন ঝাড়ু কেনা উচিত এবং পরের দিন দীপাবলির সকালে স্নান করে আরতির পর ঝাড়ুর ওপর লাল কাপড় ও কুমকুম লাগান। এর পরে, সন্ধ্যায় যেখানে আপনি মহালক্ষ্মীর পুজো করবেন সেখানে সেই ঝাড়ু ব্যবহার করুন। ঝাঁট দিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে মহালক্ষ্মীর আরাধনার জন্য এই স্থানটি একেবারে শুদ্ধ হল বলে মনে করা হয়।
আপনি যখন সন্ধ্যায় মহালক্ষ্মীর পুজো করবেন, তখন আপনার ডান দিকে ঝাড়ু রাখুন এবং প্রার্থনা করুন যে মহালক্ষ্মী যেন চিরকাল আপনার বাড়িতে থিতু হন।
তিনটি ঝাড়ু
দীপাবলির দিন ৩টি ঝাড়ু দান করুন। এটি করলে আপনার ঘরে অর্থ আসবেই বলে মনে করা হয়। এতে গৃহে শান্তি, সুখ এবং ইতিবাচক প্রভাব আসবে। মহালক্ষ্মীর ঝাড়ু একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন সযত্নে। যে জিনিসগুলি লক্ষ্মীকে খুশি করে, সেসব জিনিস আড়ালে রাখা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুর প্রথম নিয়ম।
নেতিবাচক ভাব বাড়ি থেকে দূরে থাকবে
দীপাবলির দিনে এই ঝাড়ু ব্যবহার করলে এর প্রভাব গৃহে পড়বে। এটি করলে আপনার মনের সমস্ত ইচ্ছাপূরণ হবে এবং আপনার ঘর থেকে নেতিবাচক ভাব দূর হবে।
কালীপুজোর আগেই ধনতেরস। সেজে উঠেছে শহরের সোনার দোকানগুলি। সংসারের শ্রীবৃদ্ধি কামনায় চলছে সোনা, রুপো কেনা। ধন ত্রয়োদশী থেকে ধনতেরস শব্দের উৎপত্তি। পুরাণ মতে, সমুদ্র মন্থনে কুবেরের সঙ্গে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনই লক্ষ্মীর আরাধনায় মাতে গোটা দেশ। মূলত উত্তর ভারতের ধনতেরস এখন সর্বজনীন।