Hyundai Cars: হুন্ডাইয়ের এই গাড়িগুলিতে ৬৮ হাজার টাকার ছাড় পাবেন ! দারুণ ফিচার্স, দুরন্ত লুক
Hyundai Cars Discount Offer: হুন্ডাই ভেন্যুর গাড়ির মডেলে আপনি পেয়ে যাবেন ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। এই গাড়িতে একটি ডিজেল এবং দুটি পেট্রোল ইঞ্জিন রয়েছে।

Car Discount Offer: হুন্ডাই ইন্ডিয়া এবার থেকে তার ভেশি কিছু গাড়িতে বিপুল ছাড়ের সুযোগ নিয়ে এসেছে। হুন্ডাই ভেন্যু, হুন্ডাই এক্সটার, ভার্না, টাসকান, অরা, গ্র্যান্ড আই১০ নিওস ইত্যাদি গাড়িগুলির (Hyundai Car Discount) উপরে সর্বোচ্চ ৬৮ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। তবে হুন্ডাইয়ের মাই২০২৪ মডেলগুলিতেই (Car Discount) কেবল এই ছাড় মিলবে।
সর্বোচ্চ ছাড়ের সুযোগ Hyundai Grand i10 Nios-এ
হুন্ডাইয়ের এন্ট্রি লেভেলের হ্যাচব্যাক গাড়ি গ্র্যান্ড আই১০ নিওসে ৬৮ হাজার টাকার ছাড় (Hyundai Car Discount) পাওয়া যাচ্ছে। এই অফার চলবে কেবলমাত্র মার্চ ২০২৫-এর জন্য। এই হুন্ডাইয়ের গাড়িতে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন, এতে ৮৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এই গাড়িতে থাকবে ৫ স্পিডের ম্যানুয়াল এবং ৫ স্পিডের অটোমেটিক গিয়ার বক্স। হুন্ডাইয়ের গ্র্যান্ড আই১০ নিওস গাড়ির মডেলে সবথেকে বেশি মাইলেজ পাওয়া যাচ্ছে। এর এক্স শোরুম দাম রয়েছে ৫.৯৮ লক্ষ টাকা থেকে ৮.৬২ লক্ষ টাকা।
হুন্ডাই ভার্না এবং ভেন্যুতেও মিলছে ছাড়
হুন্ডাই ভেন্যুর গাড়ির মডেলে (Hyundai Car Discount) আপনি পেয়ে যাবেন ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। এই গাড়িতে একটি ডিজেল এবং দুটি পেট্রোল ইঞ্জিন রয়েছে। আর অন্যদিকে হুন্ডাই ভেন্যুর স্পোর্টার এন লাইন মডেলে আপনি ৩৫ হাজার টাকার ছাড় পেয়ে যাবেন। আর হুন্ডাই ভার্না (Hyundai Verna) গাড়িতে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে। এই গাড়িতে রয়েছে পেট্রোলের ইঞ্জিন।
অন্য কোন কোন গাড়িতে ছাড় মিলবে
এখানেই শেষ নয়, এই মার্চ মাস জুড়ে ছাড়ের সুযোগ থাকবে হুন্ডাইয়ের আরও কিছু কিছু গাড়িতে। এর মধ্যে রয়েছে হুন্ডাই এক্সটার। গ্র্যান্ড আই১০ নিওসের মতই ফিচার্স এই গাড়িরও, ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এতে। ৫ স্পিডের ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স থাকছে এই গাড়িতে।
হুন্ডাই অরাতে ২০২৫ সালের মার্চের জন্য ৫৩ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে হুন্ডাইয়ের পক্ষ থেকে। এটি একটি সাব ৪ মিটার সেডান গাড়ি যাতে থাকছে পেট্রোল ইঞ্জিন। এছাড়াও হুন্ডাই আই২০ এবং হুন্ডাই টাসকানে ৫০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে এই মাসের জন্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
