EPFO: পেনশন তুলতে পারবেন যে কোনো ব্যাঙ্কের শাখায়, বড় উপহার দিল EPFO
EPFO Centralised Pension System: কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে এই বদলের পরে পেনশনভোগীদের পেনশন তুলতে আর কোনো সমস্যা হবে না। দেশের যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখা থেকে পেনশন তোলা যাবে।
Pension System: দেশের সমস্ত আঞ্চলিক অফিসগুলিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড শুরু করেছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (Centralized Pension Payment System) সংক্ষেপে সিসিপিএস। নতুন বছরে সদস্যদের জন্য বড় উপহার দিল এই সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই এই কাজ (EPFO) সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ডিসেম্বর পর্যন্ত ৬৮ লক্ষেরও বেশি কর্মীদের ১৫৭০ কোটি টাকা পেনশন (Pension System) পেমেন্ট করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থা।
দেশের যে কোনো ব্যাঙ্কের শাখা থেকে তোলা যাবে পেনশন
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে এই বদলের পরে পেনশনভোগীদের পেনশন তুলতে আর কোনো সমস্যা হবে না। দেশের যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখা থেকে তাঁর পেনশন তুলতে পারবেন। অর্থাৎ দেশের (Pension System) যে কোনও আঞ্চলিক ইপিএফও শাখা থেকে আপনি পেনশন তুলতে পারবেন এবার থেকে। মোট ১২২টি ইপিএফও আঞ্চলিক অফিসে ইতিমধ্যেই এই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম কার্যকর হয়েছে।
ইপিএফওর সুবিধে দেবে গ্রাহকদের
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ইপিএফওর আরও উন্নয়নের লক্ষ্যেই আনা হয়েছে এই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম। পেনশনভোগীদের জন্য আরও স্বচ্ছ্বতা আনা হবে এই প্রকল্পের মাধ্যমে। সিপিপিএসের (Pension System) প্রথম পাইলট প্রকল্প ২০২৪ সালের অক্টোবর মাসে জম্মু, কার্নাল, শ্রীনগরের আঞ্চলিক ইপিএফও অফিসে শুরু হয়ে গিয়েছিল। এর অধীনে ৪৯ হাজার ইপিএস পেনশনভোগীদের ১১ কোটি টাকা পেনশন (EPFO) বিতরণ করা হয়েছে। এরপরে ২৪টি আঞ্চলিক অফিসে দ্বিতীয় পাইলট প্রকল্প শুরু হয় দেশে। এর মাধ্যমে ২১৩ কোটি টাকা পেনশন বিতরণ করা হয় ৯.৩ লক্ষ পেনশনভোগীদের মধ্যে।
ATM-এ তোলা যাবে পিএফের টাকা
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, EPFO ২.০-এর আওতায় পুরো আইটি সিস্টেম আপগ্রেড করা হবে। এই বিষয়ে কাজ চলছে, জানুয়ারির শেষ নাগাদ এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই পর্বে EPFO ৩.০ অ্যাপটি চালু হবে মে-জুন ২০২৫ সালের মধ্যে। অর্থাৎ বছরের মাঝামাঝি EPFO গ্রাহকরা ব্যাঙ্কিং সুবিধা পেতে সক্ষম হবেন। বিশেষ করে এটি ইপিএফও-এর পুরো সিস্টেমকে সেন্ট্রালাইজড বা এক জায়াগায় নিয়ে আসবে। যার ফলে আপনার ক্লেম পেতে আরও সুবিধা হবে।
আরও পড়ুন: Upcoming IPO: অমিতাভ, শাহরুখ বিনিয়োগ করেছেন এই সংস্থায়, IPO লিস্টিংয়ে দিতে পারে মুনাফা