India GDP Growth: তৃতীয় ত্রৈমাসিকে GDP বাড়ল ৮.৪%, আমজনতার লাভ হবে?
GDP Rate: সেম্বর কোয়ার্টারে অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশ। ২৯ ফেব্রুয়ারি স্ট্য়াটিসটিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে।
কলকাতা: ভোটের আগে ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) সুখবর। ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের অভ্যন্তরীণ উৎপাদন (Gross Domestic Product)। ডিসেম্বর কোয়ার্টারে অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে (Q3) ভারতের জিডিপি বৃদ্ধির (GDP Rate) হার ৮.৪ শতাংশ। ২৯ ফেব্রুয়ারি স্ট্য়াটিসটিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ইয়ার-অন-ইয়ারে (Year on Year) ৮.৪ শতাংশ- যথেষ্ট শক্তিশালী বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় অর্থবর্ষের তুলনায় বেড়েছে এই বৃদ্ধির হার। ২০২২ সালের দ্বিতীয় কোয়ার্টার থেকে এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। পূর্বাভাস ছিল ৬.৬ শতাংশ, সেটাকেও পেরিয়ে গিয়েছে বৃদ্ধি। NSO-এর তরফে দ্বিতীয়বার যে পূর্বাভাস-তথ্য় দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বৃদ্ধি হার দাঁড়াতে পারে ৭.৬ শতাংশে।
উৎপাদন ক্ষেত্রে (manufacturing sector) বৃদ্ধি হয়েছে ১১.৬ শতাংশ। কৃষিক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৩.৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.৩ শতাংশ অনুমান করা হলেও পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৭.৬ শতাংশ। সম্ভাব্য বৃদ্ধির হার কী হতে পারে তা নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা। প্রকৃত বৃদ্ধির বার তা পেরিয়ে গিয়েছে।
তৃতীয় ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে (Agricultural Sector) ০.৮ শতাংশ পড়েছে বৃদ্ধির হার, যদিও দ্বিতীয় ত্রৈমাসিকে যা বৃদ্ধি হয়েছিল ১.৬ শতাংশ। উৎপাদন ক্ষেত্রে (Manufacturing Sector) বেড়েছে ১১.৬ শতাংশ, আগের ত্রৈমাসিকে যা ছিল ১৪.৪ শতাংশ। বিদ্যুৎক্ষেত্র (Electricity Sector) এবং পাবলিক ইউটিলিটি এই ত্রৈমাসিকে বেড়েছে ৯ শতাংশ। নির্মাণশিল্প ক্ষেত্র বেড়েছে ৯.৫ শতাংশ। ট্রেড, হোটেল, পরিবহণ এবং যোগাযোগ ক্ষেত্রে বৃদ্ধির হার ৬.৭ শতাংশ, যা আগে ছিল ৪.৫ শতাংশ।
এই বৃদ্ধির হারের উপর ভিত্তি করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) কি কোনও পদক্ষেপ নেবে? কারণ RBI দেশের মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের নীচে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বেশ অনেকদিন ধরে সুদের হার অপরিবর্তিত রেখেছে।
জিডিপি বৃদ্ধির হার নিয়ে কী মত বন্ধন ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ এবং মুখ্য গবেষক সিদ্ধার্থ স্যান্যালের?
তিনি বলেছেন, '২০২৩-২৪ এ CSO-এর প্রকৃত বৃদ্ধির হারে পূর্বাভাস ৭.৬ শতাংশ। যদি এটা সত্যি হয়, তাহলে ২০২১-২২ সাল বাদ দিয়ে তা গত সাত বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি হবে। কোভিড পরবর্তী সময়ের উপর ভিত্তি করে এই বৃদ্ধি। যা সূচক দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ২০২৪-২৫-এও শক্তিশালী বৃদ্ধি হবে। আগামী ত্রৈমাসিকগুলিতে মুদ্রাস্ফীতি হ্রাসের সঙ্গে শক্তিশালী বৃদ্ধির মিশেল নীতি-নির্ধারণকারীদের জন্য় সুবিধার হবে। আমরা মনে করছি পরবর্তী বেশ কিছু MPC মিটিংয়ে রেট কাট হয়তো হবে না।'