Layoff News: ব্যবসায় মন্দা, ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই টেক সংস্থার
Siemens Layoffs: জার্মান টেক জায়ান্ট সিয়েমেনস সারা বিশ্বজুড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে। মূলত এই সংস্থার ফ্যাক্টরি অটোমেশন সেন্টার থেকেই এই কর্মী ছাঁটাই করা হবে।
![Layoff News: ব্যবসায় মন্দা, ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই টেক সংস্থার Layoff News Siemens To Fire 5000 Employee Amid Ongoing Challenges Layoff News: ব্যবসায় মন্দা, ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই টেক সংস্থার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/15/a9590cc31b5b467f1776b3eb7623b0601731662481000900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Siemen's Layoff: জার্মান টেক জায়ান্ট সিমেন্স সারা বিশ্বজুড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে। মূলত এই সংস্থার ফ্যাক্টরি অটোমেশন সেন্টার থেকেই এই কর্মী ছাঁটাই করা হবে। বেশ কিছু মাস ধরে ব্যবসা (Layoff News) ভাল চলছে না সংস্থার, অনেক ধরনের সমস্যা বাড়ছে। এমনটাই জানা যাচ্ছে সংবাদসূত্রে। এই সংস্থার সিইও রোলান্ড বাশ বৃহস্পতিবার এই সংস্থার কর্মী ছাঁটাইয়ের (Siemen's Layoff) ব্যাপারে জানান।
বাশ ব্যাখ্যা করে জানিয়েছেন যে সংস্থার উন্নতি সেভাবে হচ্ছে না আর তাই সংস্থার আভ্যন্তরীণ পুর্নগঠন দরকার। এই সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিকের ফলাফলে দেখা গিয়েছে সংস্থার মুনাফা ৪৩ শতাংশ কমে গিয়েছে। সংস্থার কোর ডিজিটাল ইন্ডাস্ট্রিজ ডিভিশনের মধ্যেই এই মুনাফা হ্রাস ঘটেছে। তবে এখনও পর্যন্ত কতজন কর্মীকে ছাঁটাই করা হবে সেই সংখ্যাটা স্পষ্ট করে জানানো হয়নি রোনাল্ড বাশের পক্ষ থেকে। বাশের এই মন্তব্য সংস্থাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য স্পষ্ট সঙ্কেত দিচ্ছে।
২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল থেকে বোঝা যাচ্ছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আগত বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সিমেন্স সংস্থা। আর এই কারণেই সংস্থার পারফরম্যান্স কমে গিয়েছে। তবে মুনাফা কমলেও সিমেন্স সংস্থার ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেগমেন্টে ৩.১ বিলিয়ন ইউরো মুনাফা প্রকাশ করেছে, ১৫.৫ শতাংশ মার্জিন রয়েছে সংস্থার।
এই সংস্থার সিইও রোনাল্ড বাশ উল্লেখ করেন যে এই বছর বৈশ্বিক স্তরে বিভিন্ন ভূ-রাজনৈতিক এবং আর্থনীতিক টানাপোড়েনের কারণে সংস্থার উপর প্রভাব পড়েছে। মার্কিনি নির্বাচন, জার্মানির রাজনৈতিক অবস্থা সব কিছু এই সংস্থার ব্যবসাকে মন্দার দিকে ঠেলে দিয়েছে।
সিমেন্স সংস্থার সিইও রোনাল্ড বাশ এই সংস্থার দীর্ঘমেয়াদী উন্নতির দিকেই বেশি জোর দিচ্ছেন। অটোমেশনের উপর গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে, আর তাই সংস্থায় লোকসংখ্যা কমানো হচ্ছে এবং ছোট ও মাঝারি আকারের এন্টারপ্রাইসগুলির মেকানিজমে জোর দেওয়া হবে। ইলেকট্রিফিকেশন এবং মোবিলিটির ইনফ্রাস্ট্রাকচার মার্কেটে চাহিদা বাড়ানোর দিকেই নজর দিচ্ছে এই সংস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)