Petrol Price: ভোটের আবহে তেলের দামে কত হেরফের ? কলকাতার থেকেও পেট্রোল-ডিজেল সস্তা হল কোন জেলায় ?
Fuel Price in India: ২০২৪ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে সারা দেশে পেট্রোল ডিজেলের দাম লিটারে ২ টাকা হারে কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর আর সেভাবে দামের কোনও হেরফের ঘটেনি।
Petrol Price Today: ভারতের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ১০ মে ভোর ৬টার সময় এদিনের পেট্রোল ডিজেলের দাম (Petrol Rate Today) সারা দেশের কোথায়, কত থাকছে তা প্রকাশ করেছে। প্রতিদিনই ভোর ৬টার সময় এই দাম প্রকাশিত হয়। কোথাও বাড়ে দাম, কোথাও আবার সস্তা হয়। প্রতিদিনই পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) ওঠানামা করে। আজ রাস্তায় গাড়ি নিয়ে বেরনোর আগে দেখে নিন আজ পেট্রোল ডিজেল কিনতে ঠিক কত খরচ হবে। আপনার জেলায়, আপনার শহরে কত দরে বিকোচ্ছে আজ জ্বালানি তেল ?
২০২৪ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে সারা দেশে পেট্রোল ডিজেলের দাম লিটারে ২ টাকা হারে কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর আর সেভাবে দামের কোনও হেরফের ঘটেনি। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুর মত মহানগরগুলিতে বরাবর একই আছে জ্বালানি তেলের দাম (Petrol Diesel Price)। তবে কিছু কিছু রাজ্যে দামে হেরফের ঘটেছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ পেট্রোল ডিজেল অনেকটাই সস্তা হয়েছে। কিছুদিন আগেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার হয়ে গিয়েছিল, সেখান থেকে দাম আবার খানিক কমে হয় ৮৩ ডলার প্রতি ব্যারেল। তবে এই দাম কমার কোনও প্রভাব পড়েনি পেট্রোল ডিজেলের দামে।
কলকাতা সহ অন্যান্য মহানগরে কত চলছে দর
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৫৬ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।
বাংলার কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল
বীরভূমে পেট্রোলের দাম লিটারে ২২ পয়সা কমে হয়েছে ১০৪.৩৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২১ পয়সা কমে হয়েছে ৯১.১২ টাকা।
নদিয়ায় আজ পেট্রোলের দাম লিটারে ৬৬ পয়সা কমে হয়েছে ১০৪.৫১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৬১ পয়সা কমে হয়েছে ৯১.২৯ টাকা।
আরও পড়ুন: Akshaya Tritiya 2024 : সোনার গয়না না গোল্ড ইটিএফ, অক্ষয় তৃতীয়ায় কোথায় করবেন বিনিয়োগ ?