Stock Market Fraud: শেয়ারে মোটা মুনাফার প্রলোভন ! ২০ হাজার বিনিয়োগ করেই ফাঁদে; ১.১৫ কোটি টাকা লুট ব্যবসায়ীর
Stock Market Scam: প্রাথমিকভাবে ৩১ জানুয়ারি এই ব্যবসায়ী তার বোনের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন এই স্কিমে। একদিন পরেই সেই টাকার বিনিময়ে ১৫,০৪০ টাকা মুনাফার খবর দেখেন।

Cyber Scam: শেয়ার বাজারে বিনিয়োগের নামে প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে দেশে। মোটা মুনাফার লোভ দেখিয়ে এই ধরনের জালিয়াতরা বিনিয়োগকারীর অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে সব টাকা লুট করে নেয়। এবারে একই ঘটনার শিকার হলেন নয়ডার (Stock Market Fraud) এক ব্যবসায়ী। শেয়ার বাজারে বিনিয়োগের নামে তার থেকে লুট হল ১.১৫ কোটি টাকা। শেয়ারে বিনিয়োগে দারুণ রিটার্নের লোভ দেখিয়ে এই ব্যবসায়ীকে বিনিয়োগের জন্য কিছু ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছিল আর সেভাবেই ঘটে প্রতারণা।
বিনিয়োগের জন্য লিঙ্ক পাঠানো হয়েছিল
সংবাদসূত্র অনুসারে ২৭ জানুয়ারি নয়ডার সেক্টর ৪৪-এর এক বাসিন্দা এক মহিলার কাছ থেকে একটি ফোন পান। তিনি নিজের পরিচয় দিয়েছিলেন ঈশিতা বলে। আর সেই মহিলাই কথোপকথন চলাকালীন দুটি লিঙ্ক পাঠান এবং এর মাধ্যমে বিনিয়োগের জন্য তাঁকে প্ররোচিত করেন। দুটি লিঙ্ক ছিল যথাক্রমে catalystgroupstar.com এবং pe.catamarketss.com। আর এই দুটি লিঙ্কই তাদের অন্য পোর্টাল m.catamarketss.com-তে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে।
বিনিয়োগ করেই যাচ্ছিলেন এই ব্যক্তি
প্রাথমিকভাবে ৩১ জানুয়ারি এই ব্যবসায়ী তার বোনের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন এই স্কিমে। একদিন পরেই সেই টাকার বিনিময়ে ১৫,০৪০ টাকা মুনাফার খবর দেখেন। এই টাকা তিনি তুলে নেন এবং তার পরে এই স্কিমের প্রতি এতটাই আস্থা বেড়ে যায় তার যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি একটানা এই স্কিমে বিনিয়োগ করে যেতে থাকেন। ঈশিতা নামের সেই মহিলার নির্দেশ মেনে তিনি তার অ্যাকাউন্টে ৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে তার বিনিয়োগ বেড়ে হয়ে গিয়েছে ১.৯ কোটি টাকা।
প্রতিবার কোনও না কোনও অজুহাতে টাকা দাবি করা হত
এই টাকা তোলার জন্য তাকে প্রথমে কর হিসেবে জমা করতে বলা হয় ৩১.৬ লক্ষ টাকা। মার্চের শুরুতে এই টাকা তিনি জমা দেন। তারপর প্রতারকরা ২৪ ঘণ্টার মধ্যে ফান্ড রিলিজের নামে তার কাছ থেকে কনভারশন চার্জ হিসেবে ১৮.৬ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু এত টাকা দেওয়ার পরেও নিজের বিনিয়োগের টাকা ফেরত পাননি তিনি। এর বদলে প্রতারকরা তার কাছে আরও ৪০ লক্ষ টাকা চেয়ে বসেন। আর তখনই তার সন্দেহ হয় যে কিছু একটা প্রতারণা চলছে তার সঙ্গে।
অভিযোগ দায়ের, চলছে তদন্ত
এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ব্যবসায়ী ব্যক্তি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এবং সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (৪) এবং ৩১৯ (২) ধারা অনুসারে এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ ডি ধারার অধীনে প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
