Unified Pension Scheme: পেনশনের নিয়মে আমূল বদল ! আসছে নতুন স্কিম- কী কী বদল আনল কেন্দ্র ?
Unified Pension Scheme Explained: সমস্ত সরকারি কর্মী যারা ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যোগ্য, তারাই এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন। ২০২৫ সাল থেকে শুরু হবে এই স্কিম।
Pension Scheme: দেশের পেনশন স্কিম নিয়ে বিস্তর জলঘোলার মাঝেই নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার একটি নতুন স্কিমের ঘোষণা করল। বর্তমানে যে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে তাঁর বিকল্প হিসেবে চালু করা হবে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme), এমনটাই ঘোষণা করা হয়েছে শনিবার। আর এই নতুন পেনশন স্কিমের মাধ্যমে সরকারের দাবি যে সারা দেশের মোট ২৩ লক্ষ কর্মী উপকৃত হবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে (Unified Pension Scheme) কারা সুবিধে পাবেন ? আর কীভাবেই বা এই প্রকল্পের অংশীদার হবেন ?
কেন নতুন পেনশন স্কিম চালু করা হল
প্রথমেই আমাদের জানতে হবে ন্যাশনাল পেনশন স্কিম থাকার পরেও কেন্দ্র সরকার কেন এই ইউনিফায়েড পেনশন স্কিম চালু করল। আদপে আজ থেকে ২০ বছর আগে কেন্দ্র সরকার শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য চালু করেছিলেন ন্যাশনাল পেনশন স্কিম। তাঁর আগে দেশে চালু ছিল ওল্ড পেনশন স্কিম। ২০০৪ সালের জানুয়ারি মাসে দেশে চালু হয় ন্যাশনাল পেনশন স্কিম। কয়েক বছর ধরেই এই ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। এমনকী ভোটের আগে এটাই একটা মুখ্য ইস্যু হয়ে উঠেছিল। বেশ কিছু রাজ্য এই ন্যাশনাল পেনশন স্কিম রদ করে পুরনো পেনশন স্কিমে ফিরে যেতে চাইছে।
সোমানাথন কমিটির সুপারিশে চালু হয় এই স্কিম
গত বছর অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় যা কিনা পেনশন স্কিমের পর্যালোচনা করবে। আর এই সোমানাথন কমিটির প্রস্তাবের উপর নির্ভর করেই আনা হয়েছে এই ইউনিফায়েড পেনশন স্কিম।
কোন সরকারি কর্মীরা পাবেন সুবিধে
সমস্ত সরকারি কর্মী যারা ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যোগ্য, তারাই এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন। ২০০৪ সালের ১ এপ্রিলের পর যে সমস্ত ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন, তারা এই সুবিধে পাবেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এই নতুন ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে চালু হবে সারা দেশে। এই স্কিমে সরকার পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশনের পরিমাণ নিশ্চিত করেছেন। যে সমস্ত সরকারি কর্মীরা এখন অবসর নিয়েছেন বা ২০২৫ সালের ৩১ মার্চের পর অবসর নেবেন, তারা এই ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধে পাবেন।
কী কী সুবিধে মিলবে এই স্কিমে
নিশ্চিত পেনশন: ২৫ বছর সরকারি চাকরি করেছেন এমন ব্যক্তি এই স্কিমের অধীনে অবসরকালীন সময়ে ১২ মাসে তাঁর প্রাপ্ত গড় বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
পারিবারিক পেনশন: কাজ করতে করতেই যদি কোনও কর্মী মারা যান, তাঁর বেসিক স্যালারির ৬০ শতাংশ পেনশন হিসেবে পাবে তাঁর পরিবার।
ন্যূনতম পেনশন: এই নতুন স্কিমের অধীনে যে সমস্ত ব্যক্তি ১০ বছর কাজ করেছে সরকারি সংস্থায়, তারা ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন হিসেবে নিশ্চিত পাবেন।
গ্র্যাচুইটি: কাজের প্রতি ৬ মাস পেরনোর পর বেতনের দশ ভাগের এক ভাগ এবং মহার্ঘভাতা গ্র্যাচুইটি হিসেবে জমা হবে সেই কর্মীর নামে।
আরও পড়ুন: Upcoming IPO: ২৮০০ কোটির আইপিও আনবে এই সোলার এনার্জি সংস্থা, কত থাকছে প্রাইসব্যান্ড ?