Whatsapp : নিষিদ্ধ হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যদি করেন এই ৫ ভুল
Messaging App: জেনে নিন কোন পাঁচ ভুলে এই পরিস্থিতি হতে পারে আপনার।
Messaging App: আপনার কিছু ভুলের কারণে চিরতরে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account)। সেই ক্ষেত্র্ চাইলেও করতে পারবেন না চ্যাট (Chat), মেসেজেস। জেনে নিন কোন পাঁচ ভুলে এই পরিস্থিতি হতে পারে আপনার।
ভারতে ৭৬ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে
আজকাল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম Whatsapp সারা বিশ্বে কোটি কোটি মানুষ ব্যবহার করছে। যদিও প্রতি মাসে এখানে লাখ লাখ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পিছনে অনেক কারণ রয়েছে। মেসেজিং অ্যাপ বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতে ৭৬ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে কী কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে তা জেনে নিন। পাশাপাশি কীভাবে এটি আবার রিকভার করা যায় তা জানাও আপনার জন্য গুরুত্বপূর্ণ।
হোয়াটসঅ্য়াপের এই অ্য়াপগুলি ব্যবহার করেন নাকি
অনেক ব্যবহারকারী অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরিবর্তে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্লাসের মতো নাম সহ অনেক অ্যাপ পাওয়া যায়। কিন্তু কোম্পানি এই অ্যাপস ব্যবহার নিষিদ্ধ করেছে। আপনি যদি এই তৃতীয় পক্ষের অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
অন্য কারও পরিচয় ব্যবহার করে অ্যাপ ব্যবহার করেন ?
আপনি যদি অন্য কারও নাম, প্রোফাইল ফটো এবং পরিচয় দিয়ে মেসেজ করেন তবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে। এটি হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হিসাবে বিবেচিত হয়৷ আপনি যদি কোনও সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশে অ্যাপ চালান, তবে আপনার অ্যাকাউন্টও নিষিদ্ধ করা যেতে পারে।
যোগাযোগের তালিকা ছাড়াই নম্বরে মেসেজ পাঠালে
আপনি যদি সারাদিন এমন লোকেদের বার্তা পাঠান, যারা আপনার যোগাযোগের তালিকায় নেই, আপনার বার্তাগুলি স্প্যাম হিসাবে বিবেচিত হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
রিপোর্ট করার পরে অ্যাকাউন্ট বন্ধ করা হবে
যদি অনেক ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে থাকেন, তাহলে কোম্পানি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কোম্পানি আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। আপনাকে রিপোর্ট করা ব্যক্তিটি আপনার পরিচিতি তালিকার অংশ কিনা তা বিবেচ্য নয়।
কাউকে বিরক্ত করলে ব্যবস্থা নেওয়া হবে
আপনি যদি কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে মেসেজ পাঠান, তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এছাড়াও ঘৃণ্য বা আপত্তিকর বার্তা পাঠানোর জন্যও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
UPI 123 Payment: ইন্টারনেট নেই ! UPI-তে তাও করতে পারবেন টাকার লেনদেন, কীভাবে জানেন ?