Top News: কেন্দ্রীয় বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, পশ্চিমবঙ্গ দিবস পালনে বিতর্ক-দুপুরের ৫ গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের।বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়।এক নজরে গুরুত্বপূর্ণ পাঁচ খবর
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় ধাক্কা রাজ্যের...
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ (SLP Dismissed) করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে ? প্রশ্ন বিচারপতির। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল', রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন। এদিনের শুনানিতে রাজ্যের সওয়াল ছিল, গত ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে? রাজ্য কমপক্ষে ৫ রাজ্য থেকে পুলিশ চেয়েছে, জানায় রাজ্য। বিচারপতির পাল্টা প্রশ্ন করেন, 'তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই? তাই আপনারা প্রায় আধ ডজন রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন?' এতেই শেষ নয়। বিচারপতির মন্তব্য, 'নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না।' রাজ্যে ২০১৩, ২০১৮ সালের নির্বাচনে গন্ডগোলের উদাহরণ আছে, আরও মন্তব্য করেন বিচারপতি। 'প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না, জমা করলেও হিংসার সম্মুখীন হচ্ছেন। সংঘর্ষ হচ্ছে', সংযোজন বিচারপতির।
সমালোচনার মুখে রাজ্য নির্বাচন কমিশন...
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য (Panchayat Elections 2023)। কেন্দ্রীয় বহিনী মোতায়েন নিয়ে রাজ্য সরকারের SLP খারিজ করল শীর্ষ আদালত (Supreme Court)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ই বহাল রাখা হল। রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে সেখানে। প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশনও।
পশ্চিমবঙ্গ দিবস পালন...
মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার রাজ্যসভায় পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভা থেকে আলাদা করে মিছিল বের করেছে বিজেপি। সেই আবহেই এদিন সকালে মুখ খোলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সরাসরি মমতাকে নিশানা করেন তিনি। সংবাদ মাধ্যমে এ দিন দিলীপ বলেন, "স্বাধীনতার আগে বাংলায় যখন প্রথম সরকার হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাতে মন্ত্রী ছিলেন। সেই সময় সরকারে থাকা হিন্দু বিধায়করা পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন। বঙ্গভঙ্গের পর হিন্দু প্রধান অংশ নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ। জ্যোতি বসুরা পর্যন্ত হিন্দু বাংলা তৈরি করতে ভোট দিয়েছিলেন। মোট ২০ জনের ভোট পড়ে। তখন থেকেই পশ্চিমবঙ্গের ধারণা তৈরি হয়। দেশভাগ হয় তার পরে।"
ঠাকুরনগরের অশান্তিতে সিট গঠনের নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় সিট গঠনের নির্দেশ। ডিজিকে সিট গঠনের নির্দেশদিল কলকাতা হাইকোর্ট। আদালতে মামলা দায়ের করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার ভিত্তিতেই নির্দেশ দিল হাইকোর্ট। FIR হিসেবে মামলা গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হল। গ্রেফতার করা হয়েছে যাঁদের, তাঁদের জামিন দেওয়ার নির্দেশও দিল হাইকোর্ট।
দক্ষিণবঙ্গে এল বর্ষা...
আষাঢ় এসেছে ৪ দিন হল। আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষা যদিও এসে পৌঁছয়নি। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ই জুন। কলকাতায় পা রাখতে ঠিক আট দিন দেরি করল ভেজার ঋতু। ১৯ জুন বর্ষা প্রবেশ করল বঙ্গে।
আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?