West Bengal News Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ, আজ শপথ নিলেন বাংলার নতুন মন্ত্রীরা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
- পার্থ অপসারণের পরে মন্ত্রিসভায় ( West Bengal Cabinet ) রদবদলের পর আজ শপথগ্রহণ। বাবুল, তাপস, পার্থ ভৌমিক, স্নেহাশিস, উদয়নের সঙ্গে জল্পনায় বিপ্লব, প্রদীপ মজুমদার।
- বরানগর, পাটুলি থেকে মাদুরদহ, লেক ভিউ রোড। অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে ইডি। পণ্ডিতিয়া রোডে অন্যের নামে থাকা একটি ফ্ল্যাট সিল।
- অর্পিতার ( Arpita Mukherjee ) আরও সম্পত্তির সন্ধানে ইডির অভিযান। পাটুলিতে নেল পার্লার সিল। ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ।
- পার্থর পর এবার অর্পিতা। টাকা আমার নয় বলে দাবি।
- টাকা আমার নয় বলে কি পার্থর ( Partha Chatterjee ) দিকেই অর্পিতার ইঙ্গিত? টাকা কার, বলুন। দাবি বিরোধীদের। চক্রীদের নাম বলছেন না কেন? পাল্টা তৃণমূল।
- নিয়োগে দুর্নীতিতে পরতের পর পরত। জোকা ইসএআইতে পার্থকে সামনে ক্ষোভে জুতো ছুঁড়লেন মহিলা।
- পার্থ-অর্পিতার ২টি ডায়েরি নিয়ে বাড়ছে রহস্য। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হত টাকার বান্ডিল। ডায়েরিতে হাতের লেখা কার? তদন্তে ইডি।
- মমতার ( Mamata Banerjee ) সফরের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহের কাছে শুভেন্দু ( Suvendu Adhikari ) ।
- শিক্ষায় নিয়োগে দুর্নীতি, বাংলার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। ত্রিপুরায় কী হচ্ছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের।
- এত বড় দুর্নীতি একা পার্থর পক্ষে সম্ভব নয়, এবিপি আনন্দে বিস্ফোরক এসএসসির প্রথম চেয়ারম্যান।
- অভিষেকের অফিস থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন কুণাল।
Partha Chatterjee Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ
অর্পিতার ৩১ টি এলআইসি পলিসি-তে নমিনি পার্থ চট্টোপাধ্যায়।
WB News Live :আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান।
আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান। রাজ্য সরকারের তরফে কুরবান শা হত্যা মামলা প্রত্যাহার করার আবেদন করা হলেও, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে জেলমুক্তির এখনই কোনও সম্ভাবনা নেই আনিশুরের।
Partha Chatterjee Live : ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ
ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ--কার টাকা প্রশ্নে মুখে কলুপ অর্পিতার।
West Bengal Live: খড়দায় ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ শ্রমিকের
খড়দা ইলেক্ট্রো স্টিল কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। একজন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
WB News Live : হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা
হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি (৫2)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে । তার ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ।