West Bengal News Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ, আজ শপথ নিলেন বাংলার নতুন মন্ত্রীরা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE

Background
Partha Chatterjee Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ
অর্পিতার ৩১ টি এলআইসি পলিসি-তে নমিনি পার্থ চট্টোপাধ্যায়।
WB News Live :আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান।
আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান। রাজ্য সরকারের তরফে কুরবান শা হত্যা মামলা প্রত্যাহার করার আবেদন করা হলেও, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে জেলমুক্তির এখনই কোনও সম্ভাবনা নেই আনিশুরের।
Partha Chatterjee Live : ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ
ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ--কার টাকা প্রশ্নে মুখে কলুপ অর্পিতার।
West Bengal Live: খড়দায় ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ শ্রমিকের
খড়দা ইলেক্ট্রো স্টিল কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। একজন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
WB News Live : হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা
হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি (৫2)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে । তার ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
