West Bengal News Live Updates: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
West Bengal Live News: 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার'
'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার', সিএএ নিয়ে মমতার হুঙ্কারের মধ্যেই ঘোষণা শুভেন্দুর। 'কেউ কোনও সরকারি সুবিধে থেকে বঞ্চিত হবে না', সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইনও নয়, বললেন শুভেন্দু।
WB News Live Updates: ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের
ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের। '৫ হাজার ৯৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৮ হাজার ৩৩৫ টাকা', ১ এপ্রিল থেকে বর্ধিত ভাতা পাবেন শিক্ষাবন্ধুরা, জানালেন মানস ভুঁইয়া। উপকৃত হবেন ৩ হাজার ৩৩৭ জন শিক্ষাবন্ধু।
West Bengal Live News: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট
শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। কালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হোক, দাবি শরিকদের, খবর সূত্রের। ৫টি আসন চায় আইএসএফ, ২ থেকে ৩টি ছাড়তে চায় বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা। যেখানে কংগ্রেস থাকার সম্ভাবনা নেই, সেই আসন ছেড়েই ঘোষণার প্রস্তুতি।
Suvendu Adhikari: 'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা', ঘোষণা শুভেন্দুর
সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইন নয়, আশ্বাস শুভেন্দুর। কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না, রানাঘাটের সভা থেকে আশ্বাস শুভেন্দুর।
'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে', সিএএ নিয়ে তোলপাড়ের মধ্যেই ঘোষণা শুভেন্দু অধিকারীর।
West Bengal Live News: 'চোরেদের কাউকেই বিজেপি নেবে না', বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দুর
'চোরেদের কাউকেই বিজেপি নেবে না, আপনি যদি আর একবার বিজেপির কথা বলেন, কালই হাটে হাঁড়ি ভাঙব। বিজেপির সঙ্গে আপনি গত দু'দিন কী করেছেন, আমি কিন্তু সব ফাঁস করে দেব', বাবুন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
