(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। সিএএ-পোর্টালে (CAA Implementation) আবেদন করলেই নাগরিক হয়ে যাবে অনুপ্রবেশকারী। যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় লাগু করতে না দেওয়ার হুঙ্কার। (Mamata Banerjee)
২। এনআরসি-র সঙ্গে যুক্ত সিএএ, দাবি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, পাল্টা সুকান্ত-শুভেন্দু।
৩। সিএএ হলে আর মিলবে না কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো সুবিধে। প্রকাশ্যে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
৪। সিএএ হলেই সরকারি সুবিধে বন্ধের হুঁশিয়ারি মমতার। পাল্টা আক্রমণে বিজেপি। শমীক ভট্টাচার্যের কথায়, "টাকা দিতে পারবেন না বুঝে ভয় দেখাচ্ছেন।"
৫। ভোটে বিজেপির (BJP) হাতিয়ার সিএএ। আমরা বলেছিলাম, এনেছি, কথা রাখেনি কংগ্রেস, দাবি অমিত শাহের। নির্বাচনী বন্ড থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা জয়রাম রমেশ।
৬। নজরে তফশিলি ভোট। শুক্রবার থেকে রাজ্য জুড়ে প্রচারে নামছে তৃণমূল (TMC)। ৬ হাজার এলাকায় সাড়ে ৩ হাজার টিমের সভা, সিদ্ধান্ত অভিষেকের বৈঠকে।
৭। বিদ্রোহী অর্জুন সিংহের বিজেপি যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল। বরানগরের বিধায়ক, মন্ত্রিত্বের প্রস্তাব। (Arjun Singh)
৮। তৃণমূলে টিকিট না পেয়ে ফের কি বিজেপিতে অর্জুন সিংহ? জল্পনার মধ্যেই অফিস থেকে সরল মমতা-অভিষেকের ছবি, এল মোদির ছবি।
৯। শীঘ্রই বিদ্রোহী অর্জুনের লক্ষ্যভেদ? ফিরহাদ বললেন, "বলেছিলাম অল্টারনেটিভ ব্যবস্থা করে দেব।" অর্জুনের যুক্তি, "যেটা চেয়েছিলাম, সেটাই পাইনি, আবার অন্য কী ব্যবস্থা?"
১০। বিদ্রোহী অর্জুন সিংহ, পাল্টা পার্থ ভৌমিক। অর্জুনের কথায়, "পিছন থেকে গলা কাটা হয়েছে।" পার্থ বলেন, "বার বার দল পাল্টালে মানুষ বিশ্বাস করে না।"
১১। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় এবার বেসুরো হুমায়ুন। তাঁর কথায়, "খেলোয়াড় দিয়ে হবে না। অধীরকে হারাতে প্রয়োজনে নির্দল হব।"
১২। মোদির সভায় যোগ দিয়েই বার্লার বিদ্রোহে ইতি। ৬দিনের মধ্যেই আলিপুরদুয়ারের প্রার্থী টিগ্গাকে ভাই বলে সম্মোধন। প্রচারে নামারও ঘোষণা।
১৩। প্রার্থী ঘোষণার আগেই বিরোধী দলনেতার হাত ধরেই গড় চিনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজো দিলেন মন্দিরে, গেলেন নন্দীগ্রাম। দেখা করলেন শিশিরের সঙ্গে।
১৪। দুর্নীতি মামলায় অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত, প্রকাশ্যেই জানালেন মমতা। বললেন, " অভিষেক ইয়ং ছেলে। বিয়ে করে কিছু তো করে খাবে! ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে।"
১৫। ইডির উপরে হামলায় ধৃত আকুঞ্জিই সন্দেশখালির ত্রাসের আশ্রয়দাতা! দাবি সিবিআইয়ের। ইডির গ্রেফতারি এড়াতে শাহজাহানের আগাম জামিনের আর্জিও কোর্টে খারিজ।
১৬। কেন বেতন ফেরতের মতো কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? এসএসসি মামলায় প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রার্থীদের। আমি হলে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতাম, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।
১৭। বাইশে টেটের প্রশ্নে ভুল থাকার অভিযোগ গড়াল হাইকোর্টে। ১৫টি প্রশ্নে বিভ্রান্তি, ভুল ছিল কয়েকটি, অভিযোগ মামলাকারীদের। পর্ষদকে পরবর্তী পদক্ষেপ জানাতে নির্দেশ।
১৮। কাজ হল সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিতে। ডেডলাইন শেষের আগেই নির্বাচন কমিশনে বন্ড সংক্রান্ত তথ্য দিল এসবিআই। শুক্রবারের মধ্যে ওয়েবসাইটে আপলোড।
West Bengal Live News: 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার'
'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার', সিএএ নিয়ে মমতার হুঙ্কারের মধ্যেই ঘোষণা শুভেন্দুর। 'কেউ কোনও সরকারি সুবিধে থেকে বঞ্চিত হবে না', সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইনও নয়, বললেন শুভেন্দু।
WB News Live Updates: ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের
ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের। '৫ হাজার ৯৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৮ হাজার ৩৩৫ টাকা', ১ এপ্রিল থেকে বর্ধিত ভাতা পাবেন শিক্ষাবন্ধুরা, জানালেন মানস ভুঁইয়া। উপকৃত হবেন ৩ হাজার ৩৩৭ জন শিক্ষাবন্ধু।
West Bengal Live News: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট
শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। কালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হোক, দাবি শরিকদের, খবর সূত্রের। ৫টি আসন চায় আইএসএফ, ২ থেকে ৩টি ছাড়তে চায় বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা। যেখানে কংগ্রেস থাকার সম্ভাবনা নেই, সেই আসন ছেড়েই ঘোষণার প্রস্তুতি।
Suvendu Adhikari: 'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা', ঘোষণা শুভেন্দুর
সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইন নয়, আশ্বাস শুভেন্দুর। কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না, রানাঘাটের সভা থেকে আশ্বাস শুভেন্দুর।
'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে', সিএএ নিয়ে তোলপাড়ের মধ্যেই ঘোষণা শুভেন্দু অধিকারীর।
West Bengal Live News: 'চোরেদের কাউকেই বিজেপি নেবে না', বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দুর
'চোরেদের কাউকেই বিজেপি নেবে না, আপনি যদি আর একবার বিজেপির কথা বলেন, কালই হাটে হাঁড়ি ভাঙব। বিজেপির সঙ্গে আপনি গত দু'দিন কী করেছেন, আমি কিন্তু সব ফাঁস করে দেব', বাবুন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।