(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: আগামী কয়েকদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস! আজ ভাসবে কোন কোন জেলা?
West Bengal Rain Forecast: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে ধসের আশঙ্কাও রয়েছে
কলকাতা: আপাতত টানা বর্ষা গোটা বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও করা হয়েছে।
কোথাও একটানা বৃষ্টি! তার জেরেই কোথাও জল জমেছে। কোথাও চাষের জমি চলে গিয়েছে জলের নীচে। কোথাও আবার অস্থায়ী সেতু দিয়ে কোনওক্রমে চলছে পারাপার। বৃষ্টির এই অবস্থায় উদ্বেগের কথা শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
আজও বৃষ্টি:
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায়।
কবে কবে বৃষ্টির পূর্বাভাস:
সোমবার ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায়। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। টানা বৃষ্টির জেরে ধস নামতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। একাধিক নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে।
বৃষ্টির সঙ্গী কটাল:
রবিবার থেকে অমাবস্যার কটাল। এর জেরে নদী ও সমুদ্রে জলস্তর বাড়লে সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার সব কয়টি ব্লকে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ ও প্রশাসন।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দমদমে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। সল্টলেকে ৮১.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। ডায়মন্ড হারবারে ৮০.৪ মিলিমিটার। ৭৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আসানসোলে। পুরুলিয়াতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশপাশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। ৫৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মালদায়। ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বহরমপুরে।
Deep Depression over southwest Bihar and adjoining northwest Jharkhand . pic.twitter.com/yV7NWtDkGl
— IMD Kolkata (@ImdKolkata) August 3, 2024
শনিবার টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা বিমানবন্দর। এছাড়াও কলকাতা ও লাগোয়া এলাকায় একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। লেকটাউন VIP রোড, সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড়ের মতো এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। পরে বৃষ্টির বেগ কমলে অবশ্য অধিকাংশ জায়গা থেকেই জল নেমে গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।