West Burdwan News: ব্যারেজ থেকে জল ছাড়া অব্যহত, প্রবল বর্ষণে কী পরিস্থিতি দুই বর্ধমানে ?
West Burdwan Heavy Rain: দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমগত জলা ছাড়া হয়েছে, প্রবল বর্ষণে কী পরিস্থিতি দুই বর্ধমানে ?
বর্ধমান: বৃষ্টি বাড়লেই জমছে জল। এদিকে ব্যারেজগুলি থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। আবহাওয়া দফতরের (Weatehr Office) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। সেচ দফতর সূত্রে বলা হয়েছে, ঝাড়খন্ড এবং পশ্চিম বর্ধমান জেলায় লাগাতার তিনদিন ধরে যে বৃষ্টি হচ্ছে,এরফলে জল ছাড়ার পরিমাণটা আগামীকাল খানিকটা বাড়তে পারে।অর্থাৎ আশার আলো কম। দুর্যোগ এখনও রয়েছে। যতক্ষণ বৃষ্টির পরিমাণ না কমছে, ততক্ষণ এই জল ছাড়ার পরিমাণ কমবে না বলেই খবর।
মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। এবং জল আজকেও ছাড়া হয়েছে বলেও খবর। সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুর ব্যারেজে। সকাল ৯টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ৯৯ হাজার ৩৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ প্রত্যেকটি গেট খুলে দেওয়া হয়েছে। সব বৃষ্টির জলের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার জল এসেও যুক্ত হয়েছে। সেই সব জল ছাড়া হচ্ছে। আর কোথাও জলাধার নেই। এই জল পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার যেসমস্ত জায়গা প্লাবিত হচ্ছে, দামোদরের জলেই প্লাবিত হচ্ছে বলেই জানানো হয়েছে। তিন দিন ধরে ওই জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। হাওড়ার আমতা, হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া, তারকেশ্বর-সহ বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।ঘাটালের অবস্থাও ভয়াবহ।
আরও পড়ুন, 'আমাকে দেওয়া ED-র চিঠি শুভেন্দুর কাছে কীভাবে ?', CBI চাইলেন অভিষেক
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বদলাতে পারে আবহাওয়া। এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়।বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির স্পেল শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে।আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।