HS Test : বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট, কেন এই সিদ্ধান্ত? কবে কোথায় পরীক্ষা?
HS school test becomes mandatory : ওমিক্রনের জন্যই কি বাধ্যতামূলক করা হল উচ্চমাধ্যমিক টেস্ট ? করোনার নতুন প্রজাতির কারণেই কি সিদ্ধান্ত বদল ?
![HS Test : বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট, কেন এই সিদ্ধান্ত? কবে কোথায় পরীক্ষা? HS school test becomes mandatory for 2022 candidates, know dates & other details of Uchha Madhyamik 2022 HS Test : বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট, কেন এই সিদ্ধান্ত? কবে কোথায় পরীক্ষা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/07/5e4716200439a3e8bea362c59e74a22d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : করোনা পরিস্থিতিতে ২০২১-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হয়। ২০২২-এ সেই পরিস্থিতি তৈরি হলে কোন পদ্ধতিতে মূল্যায়ন বা মার্কশিট তৈরি করা হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই গিয়েছিল। এবার আগামী বছর উচ্চমাধ্যমিকে বাধ্যতামূলক করা হল টেস্ট পরীক্ষা। প্রতি বিষয়ে ৫০ নম্বর করে হবে লিখিত পরীক্ষা।
ওমিক্রনের জন্যই কি বাধ্যতামূলক করা হল উচ্চমাধ্যমিক টেস্ট ? করোনার নতুন প্রজাতির কারণেই কি সিদ্ধান্ত বদল ? পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো অবস্থান বদলে সিদ্ধান্ত সংসদের। ‘কোনও কারণে উচ্চমাধ্যমিক না হলে টেস্টের নম্বর দিয়েই মূল্যায়ন’। ইঙ্গিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
করোনাকালে আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল, শেষ ২০ এপ্রিল। মাধ্যমিক হবে আগের মতোই অন্য স্কুলে। পরীক্ষার্থীদের নিজের স্কুলে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এখনও পর্যন্ত যা স্থির রয়েছে। তা হল -
- ৭ মার্চ হবে মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা।
- পরের দিন দ্বিতীয় ভাষার পরীক্ষা।
- ৯ মার্চ ভূগোল
- ১১ মার্চ ইতিহাস।
- জীবনবিজ্ঞান ১২ মার্চ।
- ১৪ মার্চ অঙ্ক
- ১৫ মার্চ ভৌত বিজ্ঞান
- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ১৬ মার্চ।
উচ্চমাধ্যমিকের ৫৬টি বিষয়ের পরীক্ষা হবে ২০ এপ্রিল পর্যন্ত । একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও চলবে ২০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা হবে ৬০টি বিষয়ে। তাত্পর্যপূর্ণভাবে ভাবে করোনা আবহে উচ্চমাধ্যমিক হবে পরীক্ষার্থীর নিজের স্কুলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)