Recruitment News: লিখিত পরীক্ষা ছাড়াই আয়কর বিভাগে মিলবে চাকরি, মাসিক বেতন ৮০ হাজার টাকা, কারা করতে পারবে আবেদন ?
Income Tax Dept Recruitment: ৫৬টি পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে আয়কর বিভাগে। লক্ষণীয় এই নিয়োগ পেতে হলে আপনাকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।

Income Tax Dept Jobs: সম্প্রতি আয়কর বিভাগের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন পদের (Job News) জন্য করা হবে এই নিয়োগ। স্টেনোগ্রাফার গ্রেড ২, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি পদের জন্য এই নিয়োগ (Recruitment News) করা হচ্ছে। তবে এই নিয়োগ শুধুমাত্র হবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া। আগামী ৫ এপ্রিলের মধ্যে করতে হবে আবেদন।
৫৬টি পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে আয়কর বিভাগে। লক্ষণীয় এই নিয়োগ পেতে হলে আপনাকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। মূলত স্পোর্টস কোটার অধীনে এই নিয়োগ করা হবে। ফলে আবেদনের আগে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
কোন কোন পদে করা হবে নিয়োগ
স্টেনোগ্রাফার গ্রেড ২ – ২টি পদ
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – ২৮টি পদ
মাল্টি-টাস্কিং স্টাফ – ২৬টি পদ
বয়সসীমা কত হবে
স্টেনোগ্রাফার গ্রেড ২ – ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে
মাল্টি-টাস্কিং স্টাফ – ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে
বয়সসীমায় ছাড়
অসংরক্ষিত এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য বয়সে ৫ বছর পর্যন্ত ছাড় রয়েছে।
এসসি ও এসটি প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে ১০ বছর।
মেধাবী স্পোর্টসপার্সনদের জন্য বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছে সংস্থা।
কী যোগ্যতা লাগবে আবেদনকারীদের
স্টেনোগ্রাফার গ্রেড ২ – এই পদের জন্য নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – এই বিষয়ে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়ে থাকতে হবে আবেদনকারী প্রার্থীকে।
মাল্টি-টাস্কিং স্টাফ – এই পদের জন্য নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বেতন কত পাবেন
স্টেনোগ্রাফার গ্রেড ২ ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – এই দুই পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন (লেভেল ৪ বেতন কাঠামোয়, সপ্তম পে কমিশনে)
মাল্টি-টাস্কিং স্টাফ - এই পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন (লেভেল ১ বেতন কাঠামোয়, সপ্তম পে কমিশনে)
নির্বাচনের পদ্ধতি
স্টেনোগ্রাফার গ্রেড ২ পদের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আগ্রহী আবেদনকারীদের ডিক্টেশন টেস্ট এবং ট্রান্সক্রিপশন টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রতি মিনিটে ৮০ শব্দ টাইপের দক্ষতা থাকা চাই এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ইংরেজিতে প্রতি মিনিটে ৫০ শব্দ ও হিন্দিতে প্রতি মিনিটে ৬৫ শব্দের দক্ষতা থাকা দরকার।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেশনের টাইপিং দক্ষতা থাকতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
