Lok Sabha Elections 2024 Date : দেশের ১২ রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যাকে টেক্কা মহিলাদের
Lok Sabha Election 2024 Schedule : রাজীব কুমার জানিয়ে দেন, প্রথমবার ভোট দেবেন ১.৮৯ কোটি ভোটার। তার মধ্যে ৮৫ লক্ষ মহিলা ভোটার।
নয়াদিল্লি : 'দেশের ১২টি রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি।' সাংবাদিক বৈঠকে জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। তবে, সার্বিকভাবে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। একইসঙ্গে রাজীব কুমার জানিয়ে দেন, প্রথমবার ভোট দেবেন ১.৮৯ কোটি ভোটার। তার মধ্যে ৮৫ লক্ষ মহিলা ভোটার। এদিকে ভোট ঘিরে প্রতিবারই কমবেশি নানারকম অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ রাজীব কুমার আশ্বাস দেন, তিনি সাধারণ নির্বাচন এমনভাবে করাতে চান যাতে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল হয়।
একনজরে দেখে নেব ভোটার পরিসংখ্যান-
- মোট ভোটার - ৯৬.৮ কোটি
- পুরুষ ভোটার- ৪৯.৭ কোটি
- মহিলা ভোটার- ৪৭.১ কোটি
- প্রথমবার ভোটার- ১.৮ কোটি
- বিশেষভাবে সক্ষম ভোটার- ৮৮.৪ লক্ষ
- কর্মরত ভোটার- ১৯.১ লক্ষ
- ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার- ৮২ লক্ষ
- তৃতীয় লিঙ্গের ভোটার- ৪৮ হাজার
- তরুণ ভোটার (২০-২৯ বছর)- ১৯.৭৪ কোটি
- শতবর্ষী ভোটার- ২.১৮ কোটি
দেশে সাত দফায় লোকসভা ভোট হবে। শুরু হচ্ছে ১৯ এপ্রিল। নির্বাচন উপলক্ষে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশের ১০.৫ লক্ষ বুথে ভোটগ্রহণ করা হবে। ১.৫ কোটি ভোটকর্মী ভোটগ্রহণের কাজে যুক্ত থাকবেন। মোট EVM ৫৫ লক্ষ।
এখনও পর্যন্ত দেশের নির্বাচন কমিশন ১৭টি লোকসভা ভোট, ১৬ বার রাষ্ট্রপতি নির্বাচন ও ৪০০-র বেশি বিধানসভা নির্বাচন আয়োজন করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৫২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, বিএসপি ১০টি, এনসিপি ৫টি, সিপিআই-এম ৩টি ও সিপিআই ২টি আসনে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে ১৮তম লোকসভা নির্বাচনের পথে দেশ।
একনজরে ভোটের সূচি-
ভোট শুরু ১৯ এপ্রিল
প্রথম দফা - ১৯ এপ্রিল
দ্বিতীয় দফা - ২৬ এপ্রিল
তৃতীয় দফা - ৭ মে
চতুর্থ দফা - ১৩ মে
পঞ্চম দফা- ২০ মে
ষষ্ঠ দফা- ২৫ মে
সপ্তম দফা - ১ জুন
গণনা ৪ জুন
রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট ?
১৯ এপ্রিল (প্রথম দফা) : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট
২৬ এপ্রিল (দ্বিতীয় দফা) : রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট
৭ মে (তৃতীয় দফা) : মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
১৩ মে (চতুর্থ দফা) : বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম
২০ মে (পঞ্চম দফা) : শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ
২৫ মে (ষষ্ঠ দফা) : পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল
১ জুন (সপ্তম দফা) : কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর