Jacqueline Fernandez: প্রয়োজন নেই 'পূর্ব অনুমতি'র, বিদেশযাত্রায় ছাড় জ্যাকলিন ফার্নান্ডেজকে
Money Laundering Case: বিদেশ যাওয়ার ক্ষেত্রে আগে থেকে অনুমতি নিতে হবে না জ্যাকলিন ফার্নান্ডেজকে। জানাল দিল্লি আদালত। ১০ অগাস্ট পাস হওয়া অর্ডারে বিচারক জামিনের শর্তাবলীর বদল ঘটান।
নয়াদিল্লি: দিল্লির একটি আদালত (Delhi Court) বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) পূর্ব অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার অনুমতি দিল। অভিনেত্রী ও সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekar) বিরুদ্ধে দায়ের হওয়া ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জামিনের শর্ত পরিবর্তন করে এই ছাড় দেওয়া হয়েছে জ্যাকলিনকে।
জামিনের শর্ত পরিবর্তন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ছাড় জ্যাকলিনকে
বিদেশ যাওয়ার ক্ষেত্রে আগে থেকে অনুমতি নিতে হবে না জ্যাকলিন ফার্নান্ডেজকে। জানাল দিল্লি আদালত। অভিনেত্রী ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আদলতের তরফে আরও জানানো হয়েছে, আগে থেকে অনুমতি নেওয়ার বদলে দেশ ছাড়ার অন্তত তিন দিন আগে জানালেই হবে। বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক, যিনি গত বছর ১৫ নভেম্বর মাসে জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন মঞ্জুর করেন, জানান যে পেশাগত কারণে অল্প সময়ের সিদ্ধান্তেই অনেক সময় অভিনেত্রীকে বিদেশে যেতেই হতে পারে এবং তিনি কখনও জামিনের কোনও শর্তের অপব্যবহার করেননি।
১০ অগাস্ট পাস হওয়া অর্ডারে বিচারক জামিনের শর্তাবলীর বদল ঘটান। দেশ ছাড়ার আগে আদালতের অনুমতি নেওয়ার ক্ষেত্রে 'তা কষ্টকর হয়ে ওঠে এবং জীবিকা হারানোর কারণ হতে পারে' বলে মত বিচারকের। জ্যাকলিনকে জামিন দেওয়ার সময় বিচারক অভিনেত্রীকে আদেশ দেন 'আদালতের পূর্ব অনুমতি ছাড়া দেশ ছাড়া যাবে না'।
আদালত উল্লেখ করেছে যে জ্যাকলিন ফার্নান্ডেজ যখন আর্থিক তছরুপের বিষয়ে ইডির তদন্ত ও বিচারের মুখোমুখি হয়েছিলেন, তখন দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) দ্বারা তদন্ত করা একটি সম্পর্কিত মামলায় তাঁকে সাক্ষী করা হয়েছিল। এছাড়াও অভিনেত্রী কখনও তাঁকে দেওয়া জামিনের শর্তাবলীর অপব্যবহার করেননি বলেও উল্লেখ করা হয় আদালতের তরফে। বিচারক বলেন, দেশ ছাড়ার আগে অনুমতি নেওয়ার শর্ত দেওয়ার প্রাথমিক কারণ যে যখন শুনানির জন্য ডাকা হবে তখন যেন অভিযুক্ত সেখানে উপস্থিত হতে পারেন এবং তদন্ত এড়িয়ে যেতে পালিয়ে না যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু অভিযুক্ত ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী এবং তাঁকে বারবার বিদেশযাত্রা করতে হতেই পারে কাজের জন্য, ফলে তাঁকে খুব অল্প সময়ের সিদ্ধান্তেও বিদেশ যেতে হতে পারে। ফলে সেক্ষেত্রে আগে থেকে অনুমতি নেওয়া বেশ ঝক্কির ব্যাপারও হয়ে ওঠে এবং ঠিক সময় না পেলে কাজের ক্ষতি হতে পারে অভিনেত্রীর। এছাড়াও বিচারক উল্লেখ করেন যে জ্যাকলিন ফার্নান্ডেজ শ্রীলঙ্কার নাগরিক ছিলেন এবং ভারতে ২০০৯ সাল থেকে রয়েছেন এবং সেই থেকে নিয়মিত করও ভরছেন তিনি। এমনও কোনও ঘটনা ঘটেনি যেখানে অভিযুক্ত জামিনের কোনও শর্ত ভেঙেছেন। সবদিক বিচার করেই তাঁর জামিনের শর্তাবলী পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: Jawan: আরব আমিরশাহী, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়ায় শুরু 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং
আদালত জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন মঞ্জুর করেছিল ৫০ হাজার টাকার পার্সোনাল বন্ড ও ওই একই অঙ্কের শিওরিটির বিনিময়ে। আদালত ৩১ আগস্ট, ২০২২ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা দাখিল করা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করে এবং অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে বলে। ইডি-র এর আগের চার্জশিটে অভিনেত্রীর নাম উল্লেখ ছিল না অভিযুক্ত হিসেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন