China HMPV Virus: ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয়
সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ। হাসপাতালে লম্বা লাইন। এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি ?
নয়াদিল্লি : ২০১৯ এর শেষে প্রথম চিন থেকেই করোনা আতঙ্ক। তারপর একের পর এক ঢেউ। তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। লাগামছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার,মৃত্যুমিছিল - এইসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট। ফের ভয় ধরাচ্ছে চিনের নতুন ভাইরাস - আতঙ্ক। করোনার পর নতুন ভাইরাসের ঢেউ কি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে?
দাবি, চিনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। এর ফলে ফের হাসপাতালে ভিড় জমছে। ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। এরফলে সংক্রমিত হয়ে হচ্ছে 'হোয়াইট লাংস'। এই ভাইরাস নিয়ে নানারকম ভয়ের খবর ছড়ালেও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।
আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। ভাইরাল হয়েছে চিনের কয়েকটি হাসপাতালের ভিডিও। এবিপি আনন্দ সেইসব ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনিষ সেই সব ভিডিওয় দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছেন হাসপাতালগুলিতে। সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ। হাসপাতালে লম্বা লাইন। এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি ? দানা বাঁধছে আতঙ্ক। আবার কি অতিমারী আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে ? আশঙ্কা বাড়ছে।
SARS-CoV-2 (Covid-19)' নামে একটি X হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সবথেকে বেশি। সেখানেদাবি করা হয়েছে, চিনে Influenza A, HMPV, Mycoplasma pneumoniae, and COVID-19 সহ একাধিক ভাইরাসের লক্ষণীয় হারে ছড়াচ্ছে। এর ফলে হাসপাতালগুলিতে প্রচুর ভিড় । ভিড় শ্মশানেও । বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। সঙ্গে পোস্ট করা হয়েছে। দুটি ভিডিও।
রয়টার্স সূত্রে খবর, চিনের National Disease Control and Prevention Administration নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে। শীতে এমনিই ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া , শ্বাসকষ্ট বাড়ে। তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিউমোনিয়া কেমন এত বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাল তা খতিয়ে দেখে, সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শিগগিরি তারা রোগ প্রতিরোধ বিধি চালু করতে পারে।
চিনে শীত ও বসন্তে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে। এ বছর যেমন ছড়িয়েছে রাইনোভাইরাস এবং হিউম্যান মেটাপনিউমোভাইরাসের মতো রোগজীবাণুর দাপট। ১৪ বছরের কম বয়সিরাই মূলত আক্রান্ত হচ্ছে বলে সূত্রের দাবি।
⚠️ BREAKING:
— SARS‑CoV‑2 (COVID-19) (@COVID19_disease) January 1, 2025
China 🇨🇳 Declares State of Emergency as Epidemic Overwhelms Hospitals and Crematoriums.
Multiple viruses, including Influenza A, HMPV, Mycoplasma pneumoniae, and COVID-19, are spreading rapidly across China. pic.twitter.com/GRV3XYgrYX
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )