Homemade Hair Musk: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক
Hair Care Tips: ভালভাবে মাস্ক চুল থেকে পরিষ্কার করা একটি পরিশ্রমসাধ্য কাজ। তাই হেয়ার মাস্ক লাগানোর পর শ্যাম্পু দিয়ে ভালভাবে মাথা ধুয়ে নেওয়া প্রয়োজন।
Homemade Hair Musk: রুক্ষ এবং শুষ্ক চুলের (Dry Hair) যত্নের জন্য নিয়মিত ভাবে হেয়ার মাস্ক (Hair Musk) ব্যবহার করা উচিত। বাজারচলিত কেমিক্যাল মিশ্রিত হেয়ার মাস্কের পরিবর্তে আপনি বাড়িতে বেশ সহজেই তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। এক্ষেত্রে সাধারণ কিছু উপকরণ, যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়, সেগুলো প্রয়োজন। কম খরচে এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে এইসব ফেস মাস্ক। তারপর শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে নিতে হবে ভালভাবে। মূলত চুলের লম্বা অংশে এই হেয়ার মাস্ক লাগানো উচিত। মাথার তালুতে বা স্ক্যাল্পে এইসব উপকরণ যত কম ব্যবহার করা যায় ততই চুলের স্বাস্থ্যের মঙ্গলজনক। হেয়ার মাস্ক চুলে লাগিয়ে মিনিট ১৫-২০ রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে একদম হাল্কা গরম জল ব্যবহার করতে পারেন। ভালভাবে মাস্ক চুল থেকে পরিষ্কার করা একটি পরিশ্রমসাধ্য কাজ। তাই হেয়ার মাস্ক লাগানোর পর শ্যাম্পু দিয়ে ভালভাবে মাথা ধুয়ে নেওয়া প্রয়োজন।
এবার দেখে নেওয়া যাক বাড়িতে কী কী উপকরণ দিয়ে হেয়ার মাস্ক তৈরি করা সম্ভব
অ্যাভোকাডো এবং মধু- অ্যাভোকাডোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং ভিটামিন যা চুলে পুষ্টি জোগায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। কমায় চুলের ডগা ফাটার এবং চুল লালচে হয়ে যাওয়ার সমস্যাও। আর মধু প্রাকৃতিক ভাবে চুলে ময়শ্চার বা আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। একটি পাকা অ্যাভোকাডো নিয়ে ভাল করে চামচ দিয়ে কুড়িয়ে শাঁস বের করে নিন। এর মধ্যে দু'চা-চামচ মধু মিশিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। স্নানের আগে এই মিশ্রণ হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।
কলা এবং নারকেল তেল- চুলের স্বাস্থ্যের জন্য বলা ভাল চুলের যত্নে নারকেল তেল যে দারুণ ভাবে কাজ করে একথা প্রায় সকলেরই জানা। কলা এবং নারকেল তেল- এই দুই উপকরণই চুলে পুষ্টি যোগান দেয় এবং ডগা ফাটার মতো সমস্যা দূর করে অল্প সময়ে। একটি পাকা কলা এবং দু'চামচ মধু নিয়ে ভাল করে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিন হেয়ার প্যাক। স্নানের আগে এই মাস্ক লাগিয়ে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।
ডিম এবং অলিভ অয়েল- ডিমের মধ্যে রয়েছে প্রোটিন। চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে ডিম। অলিভ হয়ে চুলকে ময়শ্চারাইজড রাখে। একই সঙ্গে চুলের গোড়া শক্ত করে। একটি ডিম ও দু'চামচ অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন হেয়ার মাস্ক। এই মিশ্রণ স্নানের আগে চুলে লাগিয়ে নিন। মিনিট ২০ রেখে ঠান্ডা জল দিয়ে এবং শ্যাম্পু করে ধুয়ে নিন।
আরও পড়ুন- চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?