Health Tips: গরমকালে কোন কোন অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
Summer Health: এই সময়ে কোন কোন অসুখ দেখা দিতে পারে, তা জেনে রাখা অত্যন্ত জরুরি।
কলকাতা: গরমকালে (Summer) নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এমন অনেক অসুখ রয়েছে, যা গরমকালে বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে মার্চ থেকে মে মাসের মধ্যে বহু মানুষ নানা রোগে (Disease) আক্রান্ত হন। পেটের সমস্যা, জ্বর, হাঁপানি, গ্যাসের সমস্যা দেখা দেয় এই সময়। যা একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মত তাঁদের। এই সময়ে কোন কোন অসুখ দেখা দিতে পারে, তা জেনে রাখা অত্যন্ত জরুরি।
গরমকালের অসুখ-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে পরিবেশে অত্যধিক দূষণের কারণে বহু মানুষের হাঁপানির সমস্যা দেখা দেয়।
২. গরমকালে চিকেন পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মারাত্মক থাকে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি এই মুহূর্তে বিশ্বজুড়ে মাঙ্কি পক্সের আতঙ্ক ছড়িয়েছে। তাই বসন্ত রোগের হাত থেকে নিজেকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
৩. চোখের নানা সংক্রমণের সমস্যা দেখা দেয় গরমকালে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুষ্ক আবহাওয়া এবং সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে এই সময়ে চোখে ইনফেকশনের সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন - Health Tips: পেটে ব্যথা, বমিভাবের মতো সমস্যা এড়িয়ে যাচ্ছেন? জানেন কী হতে পারে?
৪. গরমকালে ঘামের সমস্যা দেখা দেয়। আর সেই ঘাম শরীরে বসে জ্বর ও ঠান্ডা লাগার সমস্যা দেখা দিয়ে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে ইনফ্লুয়েঞ্জাসহ নানা প্রকার জ্বর, ঠান্ডা লাগা, কাশি, সর্দিতে আক্রান্ত হন বহু মানুষ।
৫. ফুড পয়জনিংয়ের সমস্যাও দেখা দেয় গরমকালে। তাই এই সময়ে খাবার খাওয়ার আগে তার গুণগত মান পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি বলে মত বিশেষজ্ঞদের।
৬. ত্বকের নানা সমস্যা দেখা দেয় গরমকালে। ত্বকে চুলকানি, বিভিন্ন প্রকার ইনফেকশনের সমস্যা এবং সূর্যের অত্যধিক তাপে সান বার্নের সমস্যা দেখা দেয়।
৭. হিট স্ট্রোক, সান স্ট্রোক, ডিহাইড্রেশন, টাইফয়েড সমস্ত রোগেরই প্রকোপ বাড়ে গরমকালে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে সুস্থ থাকতে নজর দিতে হবে খাদ্যাভ্যাসে। এছাড়া অত্যধিক প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )