Covid 19 Vaccination: কোভিডের ২টি ডোজের মধ্যে কমবে সময়ের ফারাক? মিলছে ইঙ্গিত
Covid in India: বিষয়টি নিয়ে পাকা সিদ্ধান্ত নেওয়া হবে ন্যাশনাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুনাইজেশন কী পরামর্শ দেয় তার উপর ভিত্তি করেই।
নয়াদিল্লি: কোভিড ভ্যাকসিনের (Covid 19 Vaccination) দুটি ডোজের মধ্য়ে ফের কমতে পারে সময়ের ফারাক। সূত্রের খবর, এমনই নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার। কমতে পারে বুস্টার ডোজ নেওয়ার সময়সীমাও। এখন দ্বিতীয় ডোজের ৯ মাস পর বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার নিয়ম রয়েছে। যা কমিয়ে ৬ মাস করে দেওয়া হতে পারে, খবর সংবাদ সংস্থা সূত্রে। ন্যাশনাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুনাইজেশন (National Advisory Group on Immunisation)-এরাও এই পরামর্শ দিতে পারে বলে মনে করা হচ্ছে। ২৯ এপ্রিল এই কমিটির মিটিং রয়েছে। ICMR এবং আরও কিছু গবেষণা সংস্থা জানিয়েছে ভ্যাকসিন নেওয়ার ৬ মাস পর শরীর থেকে অ্যান্টিবডির সংখ্যা কমে যায়। বুস্টার ডোজ নিলে ফের বৃদ্ধি পায় ভাইরাস রোখার ক্ষমতা।
সূত্রের খবর:
বিশ্বের বিভিন্ন জায়গায় সমীক্ষা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যা যা তথ্য সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোভিডের (Covid) দুটি ডোজের মধ্যে সময়ের ফারাক কমানো হবে। এগিয়ে আনা হবে বুস্টার ডোজ নেওয়ার সময়ও। এমনই জানানো হয়েছে সংবাদ সংস্থার তরফে। যদিও বিষয়টি নিয়ে পাকা সিদ্ধান্ত নেওয়া হবে ন্যাশনাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুনাইজেশন (National Advisory Group on Immunisation) কী পরামর্শ দেয় তার উপর ভিত্তি করেই।
এখন বুস্টার:
১৮ বছরের উপর সব নাগরিকরা এখন কোভিডের বুস্টার ডোজ নিতে পারেন। এখন দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস পরে বুস্টার নিতে পারেন সকলে। প্রথমে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য চালু করা হয়েছিল। ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদেরও দেওয়া শুরু হয়েছিল। পরে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সব নাগরিকদের জন্যই বুস্টার ডোজ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে পাঁচ লক্ষের একটু বেশি নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন।
আরও পড়ুন: বার-বার চুল ভিজিয়ে স্নান করছেন? গরমকালে কীভাবে চুলের যত্ন নেবেন?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )