HMPV Case : চিনে বাড়বাড়ন্তের মাঝেই, ভারতে প্রথম HMPV আক্রান্ত ৮ মাসের শিশু
চিন থেকেই আরেক ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাবের খবরে ভয়ে কাঁটা অনেকেই।কিন্তু ভয়ের কারণ এবার সোজা ঘরেই।
আতঙ্ক এবার ঘরে। চিনে দাপট দেখানো এইচএমপিভি নিয়ে ভয় ছড়াচ্ছিল এশিয়া জুড়ে। করোনা অতিমারীর ঘা এখনও দগদগে। আবারও সেই চিন থেকেই আরেক ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাবের খবরে ভয়ে কাঁটা অনেকেই। এখনই ভয় পাওয়ার কিছু নেই , জানিয়েছে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য সংস্থা। কিন্তু ভয়ের কারণ এবার সোজা ঘরেই।
সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে এক আট মাসের শিশুর শরীরে মিলেছে এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটাপনিউমোভাইরাস । বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে ওই শিশু। কর্ণাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি ল্যাবরেটরিতে আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। শিশুর পরিবারের ভ্রমণের কোনও রেকর্ড নেই।
গত কয়েকদিন ধরেই চিনে এই ভাইরাসের বাড়বাড়ন্তের খবর পাওয়া যাচ্ছে। তারই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে অসমর্থিত সূত্রের কিছু ভাইরাল ভিডিও। সেই ভিডিও সত্য-মিথ্যা কিনা তা নিশ্চিত হয়নি, কিন্তু এরই মধ্যে ভারতে এইচএমপিভির প্রথম কেস উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আগে জানানো হয়েছিল, ভারতীয়দের এখনই ভয় পাওয়ার কিছু নেই।
চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা জ্বর, গায়ে র্যাশ বেরনো। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।প্রাণঘাতী না হলেও, করোনার মতো এই ভাইরাসও দ্রুত ছড়িয়ে পড়ে। HMPV নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, HMPV ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে খবর নেই। ফলে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। চিকিৎসকরাও বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
প্রতিরোধের উপায়
যেহেতু এই ভাইরাসের কোনও টিকা নেই, তাই প্রতিরোধই একমাত্র পন্থা। চিকিৎসকদের পরামর্শ , কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে। বাইরে থেকে বাড়ি এসে হাত স্যানিটাইজ করা আবশ্যক। মুখে হাত দেওয়ার অভ্যেস একদম ছাড়তে হবে। হাত না ধুয়ে নাকে বা মুখে হাত নয় ! সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। যদি পরিবারের কোনও সদস্যের এই উপসর্গগলি দেখা যায়, তাহলে তাঁকে কয়েকদিন বাড়ির বাকিদের সঙ্গে দূরত্ববিধি মেনে চলতে হবে। হাঁচি কাশি থেকেও সংক্রমণ হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে মাস্ক ব্যবহার আবশ্যক।
আরও পড়ুন : চিনে HMPV-র প্রকোপ, সংক্রমণ আর উপসর্গ হুবহু কোভিডের মতোই ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )